
‘রাজি’ ও ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির অভিনেতা ভিকি কৌশল আবারও বড় চমক নিয়ে আসছেন। একাত্তরের ভারত-পাক যুদ্ধের নায়ক স্যাম মানেকশর বায়োপিক এ মূখ্য চরিত্রে অভিনয় করে ফের প্রেক্ষাগৃহে ফিরছেন ভিকি কৌশল। গতকাল সোশ্যাল মিডিয়ায় ‘স্যাম বাহাদুর’ ছবির ছোট্ট একটি টিজার ভাগ করে নেন এই অভিনেতা। টিজারটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ‘স্যাম বাহাদুর’ ছবি দেখার জন্য যেন তর সইছে না ভিকি অনুরাগীদের।

এই ভিডিয়ো টিজারে অবশ্য ভিকির মুখ স্পষ্ট দেখা যায়নি। ভিডিয়োতে দেখা গেছে, একদল খাঁকি পোশাক পড়া আর্মির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে ভিকি। ১২ সেকেন্ডের এই হাঁটাতেই যেন মাতোয়ারা হয়েছেন ছবিপ্রেমীরা। ভিকি কৌশল ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখ। আরএসভিপি মুভিজের (RSVP Movies) ব্যানারে ‘স্যাম বাহাদুর’ ছবিটি নির্মিত হয়েছে।
ছবিতে ভিকির সঙ্গে প্রেক্ষাগৃহে জুটি বাঁধতে দেখা যাবে সানায়া মালহোত্রাকে ৷ তিনি স্যামের স্ত্রী সিলুর চরিত্রে অভিনয় করেছেন৷ দঙ্গল কন্যা ফাতিমা শেখ সানাকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন মানেকশ। তিনি সহকর্মীদের কাছে ‘স্যাম বাহাদুর’ নামে পরিচিত ছিলেন। তাঁর সাহসী নেতৃত্বেই একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। পৃথিবীতে ‘বাংলাদেশ’ নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। ২০১৯ সালে মেঘনা গুলজার এই ছবিটি নির্মাণের ঘোষণা দেন। কিন্তু করোনার কারণে ছবিটির দৃশ্যধারণ পিছিয়ে যায়।

‘স্যাম বাহাদুর’ ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে। টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ‘স্যাম বাহাদুর’ ছবির মুক্তির তারিখও সামনে এনেছেন ভিকি কৌশল। পোস্টে তিনি লিখেছেন, ‘ঠিক ৩৬৫ দিন পর অর্থাৎ পরের বছর ১ ডিসেম্বর ‘স্যাম বাহাদুর’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
কয়েকদিন আগেই ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতায় এসেছিলেন এই ছবির মূখ্য অভিনেতা ভিকি কৌশল। কলকাতায় ব্যারাকপুর সেনা ছাউনিতে বড় সেট ফেলে কড়া নিরাপত্তার মধ্যে ছবিটির শুটিং করা হয়। ছবিটি নিয়ে কলকাতাবাসীর প্রচুর আগ্ৰহ রয়েছে।