স্টার জলসার পর্দায় সোমবার থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’। গত এক বছর ধরেই শোনা গিয়েছিল নতুন রূপে ফিরতে চলেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা। কৃষ্ণকলি সিরিয়াল থেকে দুজনের একসঙ্গে যাত্রা শুরু হয়েছিল।

নিখিল-শ্যামা নামে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। জি বাংলার পর্দায় ‘কৃষ্ণকলি’ সিরিয়াল তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল। অবশেষে বাংলা মিডিয়ামে আবারও পুরনো জুটি নতুন রূপে ফিরে আসলো।
‘বাংলা মিডিয়াম’ এর প্রথম পর্বেই দর্শকদের বড়সড় ঝটকা দিয়েছেন নীল। এন্ট্রি সিনে খালি গা, কোমরে শুধুই তোয়ালে! নীলের এমন লুক দেখে ফিদা নেটদুনিয়া। সাওয়ারিয়ায় রণবীরের টাওয়েল লুক রিক্রিয়েট করেছিলেন নীল। তফাত শুধু তিনি এখানে নাচেননি। তবুও তাতেই কুপোকাত ভক্তমহল। নীলের এন্ট্রি সিন সমাজমাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে।

এই ধারাবাহিকের গল্পেও রয়েছে ভিন্নতা। ইংরেজি মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের লড়াই যা বর্তমান সময় শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটাই এই ধারাবাহিকে তুলে ধরা হবে। তিয়াসা এক গ্রামের মেয়ে, যে গ্রামের ছোট ছেলে-মেয়েদের পড়ায় আর বড় চাকরির জন্য অপেক্ষা করতে থাকে।

অবশেষে শহরের এক নামিদামি ইংরেজি মাধ্যম স্কুলে বিজ্ঞান পড়ানোর চাকরি পায় তিয়াসা। এদিকে সেই স্কুলেরই আবার কর্ণধার (মালিক) হলো নীল। নীল ও তার দিদি মিলে এই প্রতিষ্ঠানকে দেশের সবথেকে বড় ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে গড়ে তুলেছে। বাংলা মিডিয়ামে লেখাপড়া করে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতে আসায় তিয়াসাকে প্রতিনিয়ত শুনতে হয় নানা ধরনের কু-কথা। এভাবেই গুটি গুটি পায়ে এগুতে থাকে গল্প।
এই সিরিয়ালের মাধ্যমে দিদির ভূমিকায় দীর্ঘদিন পর ছোটপর্দায় কাম ব্যাক করছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। নীল, তিয়াসা ও সম্পূর্ণা লাহিড়ী ছাড়াও এই সিরিয়ালে আরও অভিনয় করেছেন রত্না ঘোষাল, পায়েল দত্ত, স্বাগতা মুখোপাধ্যায়, আয়ুশ দাস, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অভ্রজিৎ চক্রবর্তী, সম্পূর্ণা মণ্ডল প্রমুখ। প্রতিদিন রাত ৮ টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই আলোচিত সিরিয়াল।