জি বাংলায় কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি পিলু ধারাবাহিকের জায়গায় এসেছে।এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। এতদিন তাঁকে সকলে জবা নামেই চিনে এসেছে, কারণ তিনি দীর্ঘ বছর ধরে স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার চরিত্রে অভিনয় করেছেন। বাংলার ঘরে ঘরে তিনি পল্লবীর বদলে জবা বলেই বেশি পরিচিত। গল্পে তাঁর চরিত্রের নাম পর্ণা। সবসময় একান্নবর্তী পরিবারে বিয়ের স্বপ্ন দেখে পর্ণা।

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের গল্পেও পর্ণার স্বপ্ন পূরণ করা হয়েছে। দত্তবাড়ির ছেলে সৃজনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে নিম ফুলের মধুর কেন্দ্রীয় চরিত্র পল্লবী শর্মা ওরফে পর্ণা। কয়েক পর্ব আগেই, লাল টুকটুকে বেনারসি, কপালে চন্দনের ফোঁটা, গা ভর্তি গয়নায় নববধূর সাজে বিয়ের অনুষ্ঠান দেখা গেছে পর্ণাকে। শেষমেষ সেই গা ভর্তি গয়নাই কাল হলো পর্ণার।
নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখানো হলো নতুন টুইস্ট। ফুলশয্যার রাতে পর্ণাকে অপদস্থ করতে তার গয়না সরিয়ে দেওয়া হয়েছে। এবার জি বাংলার প্রোমোতে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে, সৃজনের ফুলশয্যার রাতে, ঠাম্মির দেওয়া হারিয়ে যাওয়া গয়নাটি কোথা থেকে খুঁজে পাবে পর্ণা?
হারিয়ে যাওয়া গয়নাটি কোথা থেকে খুঁজে পাবে পর্ণা তা নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ বলেছে, ‘গয়নাটা তিন্নি চুরি করেছে’। কেউ আবার ‘পর্ণার শাশুড়ির দিকে ইঙ্গিত করছে’। একজন লিখেছে, ‘গয়না বিক্রি করে দেয়া হয়েছে পাবে কোথায়?’
জি বাংলার তরফে অবশ্য জানানো হয়েছে, শিগগিরই এই টুইস্টের জট খুলবে। নেটিজেনরাও তা দেখার জন্য তুমুল আগ্ৰহ নিয়ে বসে আছে। অনেকের আগ্ৰহ থাকলেও এই ধারাবাহিকের শুরুতেই শ্বাশুড়ি বৌমার কূটকচালি দেখে দর্শকদের একাংশ অবশ্য খুবই বিরক্ত। তাদের ভাষ্য, শ্বাশুড়ি বৌমার কূটকচালি ছাড়া কি বাংলা সিরিয়াল হয় না?
দর্শকরা সমাজে ভালো বার্তা দিবে এমন ধারাবাহিক দেখতে চান। ‘নিম ফুলের মধু’ধারাবাহিক নিয়ে শুরু থেকেই দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে গত সপ্তাহের টিআরপি তালিকা দেখে অনেকেই অবাক হয়েছেন। গল্প টুইস্ট আসায় দিন দিন এই ধারাবাহিকের প্রতি দর্শক আগ্ৰহ বাড়ছে।