এই বছর স্টার জলসা ও জি বাংলায় দেখা যাচ্ছে নতুন নতুন সিরিয়ালের চমক। বিগত কয়েক মাস ধরেই একের পর এক নতুন সিরিয়াল আসছে। তবে সাংসারিক কূটকচালি, পরকীয়া থেকে বেরিয়ে এবার অন্য গল্প আনছে জলসা। এই সিরিয়ালগুলোর গল্প এবং অভিনয় দুই দিক দিয়েই দর্শকদের আশাবাদী করছে।
শুধু স্টার জলসা কিংবা জি বাংলা নয় অন্যান্য প্রতিপক্ষ চ্যানেলগুলিতেও অনেক নতুন সিরিয়াল এসেছে এবং অনেক পুরনো সিরিয়াল বিদায় নিয়েছে। তবে স্টার জলসার সিরিয়ালগুলো ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে, যেগুলো দর্শকদের বেশি আকৃষ্ট করছে। সাংসারিক কূটকচালি ও পরকীয়া দেখতে দেখতে বিরক্ত দর্শকদের মনোরঞ্জন করতেই জলসা পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যেই স্টার জলসার ‘পঞ্চমী’ বাজিমাত করেছে। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই সিরিয়াল। এছাড়া ‘বাংলা মিডিয়াম’ও দারুন সাড়া ফেলেছে। জলসা ভক্তরা দারুন আশাবাদী। ভক্তদের দাবি, আগামী বছর হবে শুধুমাত্র জলসাময়।
অবশ্য এমন আশা করা মোটেও অস্বাভাবিক কিছু নয়। কারন সামনে স্টার জলসায় পর্দায় আসছে আরও দুটি নতুন সিরিয়াল। সেগুলোর গল্পেও রয়েছে ভিন্নতা। এরমধ্যে একটি সিরিয়ালের নাম ‘মেয়েবেলা’ এই সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই প্রোমো দেখেই দর্শকদের উৎসাহ কয়েকগুণ বেড়ে গিয়েছে।
কারণ এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ দিন পর পর্দায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায় । তিনি বিগত ৫ বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘মেয়েবেলা’ সিরিয়ালে স্বীকৃতি মজুমদারের শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন। সাংসারিক কূটকচালি নয়, একান্নবর্তী পরিবারে মেয়েদের অবস্থা নিয়ে এগোবে এই সিরিয়াল।
প্রোমোয় দেখা গেছে, মিত্রবাড়ির বউ ‘রূপা গাঙ্গুলি’। রূপার স্বামী বেড়াতে যাবেন৷ তার সমস্ত গোছগাছ করে দিচ্ছে রুপা, অথচ তাকে বেড়াতে নিয়ে যাওয়া হয় না কখনো। বরং উল্টো কথা শুনতে হয়, ‘মায়ের শরীর খারাপ আর তুমি কিনা বেড়াতে যাওয়ার কথা ভাবছো, ছি!!’ সংসারের ঘেরাটোপ থেকে মেয়েদের টেনে বের করতে পারবে কি বাড়ির নতুন বউ? সেই গল্পই শোনাবে এই সিরিয়াল।
এছাড়া গত সপ্তাহে স্টার জলসাতে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ নামে একটি নতুন সিরিয়ালের ঘোষণা দেয়া হয়েছে। কিছুদিন আগেই ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।
কারণ এই প্রোমোতে আসন্ন সিরিয়ালের নায়ক নায়িকার মুখ দেখানো হয়নি। তাছাড়া এই সিরিয়ালের গল্পও বর্তমান প্রেক্ষাপট নয়, বিংশ শতাব্দীর সময়ের। স্বদেশী আন্দোলনের যুগের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিয়ালটি নিঃসন্দেহে ভালো কিছু নিয়ে আসবে, এমনই আশা করছেন দর্শকরা।
#মেয়েবেলা #স্টারজলসা #Meyebela