Homeসিরিয়ালশেষ হলো ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক, মন খারাপ দর্শকদের

শেষ হলো ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক, মন খারাপ দর্শকদের

বেশ কিছুদিন ধরেই জি বাংলার দর্শকরা বুঝতে পারছিলেন, ঊর্মি সাত্যকির পথ চলা শেষ হতে চলেছে। সম্প্রতি এই ধারাবাহিকে এক দিকে ঊর্মি-সাত্যকি এবং আরেক দিকে পিসি-পিসিমশাইয়ের মিল দেখানো হয়েছিল। তারপরেই সোহাগ জলের প্রোমো দেখে দর্শকরা ভেবেছিলেন হয়তো শেষ হতে চলেছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। কিন্তু তখন ‘এই পথ যদি না শেষ হয়’ নয় শেষ হয়েছিল ‘লালকুঠি’ ধারাবাহিক। তবে এবার সত্যিই শেষ হলো ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক।

Amader Ei Poth Jodi na Sesh Hoy

জি বাংলার তরফে নেটমাধ্যমে জানানো হয়েছে, ‘শুধু সম্প্রচার শেষ। এই পথ শেষ হবে না কোনোদিনই… ‘ এরপরই হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক শেষ হওয়ার অনেক দর্শক আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। অনেকেই প্রিয় সিরিয়াল বন্ধ হওয়ার কষ্ট পেয়েছেন। জনপ্রিয় এই সিরিয়াল শেষ হচ্ছে এটা কেউ কেউ মেনে নিতেই পারছেন না।

Amader Ei Poth Jodi na Sesh Hoy

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক শেষ হওয়া প্রসঙ্গে রুনা গাঙ্গুলী লিখেছেন, ‘খুব মিস করবো..’।শুষ্মিতা সরকার লিখেছেন, ‘খুব মন খারাপ করছে, এতো সুন্দর একটা সিরিয়াল শেষ হয়ে গেল, আমি তো এই সিরিয়াল এর এতো বড় ফ্যান ছিলাম যে কি বলবো, কি আর করা যাবে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রী দের খুব খুব মিস করবো বিশেষ করে ঊর্মি আর সাত্যকি কে’।

Amader Ei Poth Jodi na Sesh Hoy

রুপ লক্ষ্মী লিখেছেন, ‘এই সিরিয়াল টা দেখে অনেক কিছু শিখেছি দেখে বুঝেছি কি ভাবে মানুষের পাশে দাড়ানো যায় কি ভাবে মানুষকে ভালোবাসা যায়। কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে মিস করবো খুব তোমাদের।’

Amader Ei Poth Jodi na Sesh Hoy

একজন লিখেছেন, ‘সৌদামিনীর সংসারের পর এই একটা নাটক ভীষণ ভাল লাগত যেখানে পারিবারিক মিষ্টি মিষ্টি খুনসুটির পাশাপাশি নায়ক নায়িকার ভালোবাসা, শ্রদ্ধা একে অন্যের জন্য অটুট ছিল। পার্শ্ব নায়িকা থাকলেও এক নায়ককে চার পাঁচবার বিয়ে দেয়ার মত কাহিনী ছিল না।’

Amader Ei Poth Jodi na Sesh Hoy

আরেকজন লিখেছেন, ‘খুব সুন্দর সিরিয়াল,আর অভিনয়ও সবাই খুব ভালো করতো। গল্প, উপস্থাপনা অভিনয় সবকিছুর মধ্যেই নতূনত্ব ছিল।ঊর্মি সাত্যকি আর বাকী সব অভিনেতা অভিনেত্রী সবাই মিলেই একটা জমজমাট অনুষ্ঠান করতেন। খুব মন খারাপ হয়ে গেল সিরিয়ালটা শেষ হওয়াতে।’

Amader Ei Poth Jodi na Sesh Hoy

অন্য একজন লিখেছেন, ‘আমার চোখে দেখা সব থেকে সেরা সিরিয়াল। খুব মিস করবো তোমাদের কে, আবার এসো নতুন করে দুজন এক সাথে..’

চলতি বছর স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলেই এসেছে একাধিক নতুন সিরিয়াল । নতুন সিরিয়ালগুলোকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে পুরোনো সিরিয়ালগুলো। একারণেই এবার বন্ধ হলো ‘এই পথ যদি শেষ না হয়’ ধারাবাহিক।

Amader Ei Poth Jodi na Sesh Hoy

‘এই পথ যদি শেষ না হয়’ ধারাবাহিক শেষ হওয়ায় স্বভাবতই মনখারাপ এই ধারাবাহিকের কলাকুশলীদের। মন ভাল নেই মিশমিরও। কারণ আর তাঁকে কেউ রিনি, শাঁকচুন্নি বলে ডাকবে না। ঊর্মি ওরফে অন্বেষার সঙ্গে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে মিশমি লিখেছেন, ‘এই পথ আমাকে অনেক কিছু দিয়েছে। অভিনয়ের জন্য একটি অভিনব চরিত্র, একটি পুরস্কার, হাজার স্মৃতি এবং একটি নতুন স্বীকৃতি। কিন্তু এটা আমায় কিছু অসামান্য বন্ধুও দিয়েছে, যারা পাশে থাকে আর অন্বেষাকে একটুও মিস করব না , কারণ ওর সঙ্গে আমি রোজ দেখা করব।’

https://www.instagram.com/reel/CmCGLpFp0ru/?utm_source=ig_web_copy_link

https://fb.watch/hxg791B9wL/

RELATED ARTICLES

2 COMMENTS

  1. এমনিতে আমি সিরিয়াল খুব একটা দেখি না কিন্তু এই সিরিয়াল টা ছিল আমার মন খারাপের সঙ্গী যখনই মন খারাপ হতো এই পথ যদি না শেষ হয় এর আগের এপিসোড গুলোও দেখে নিতাম সব থেকে ভালো লাগতো উর্মি দি আর সর্তুকিদার জুটি আর এমন সুন্দর একটা পরিবার সত্যিই অসাধারণ ছিল। খুব মন খারাপ লাগছে কি বলবো ভেবে পাচ্ছি না। 😢😞

  2. এমনিতে আমি সিরিয়াল খুব একটা দেখি না কিন্তু এই সিরিয়াল টা ছিল আমার মন খারাপের সঙ্গী যখনই মন খারাপ হতো এই পথ যদি না শেষ হয় এর আগের এপিসোড গুলোও দেখে নিতাম সব থেকে ভালো লাগতো উর্মি দি আর সার্তুকিদার জুটি আর এমন সুন্দর একটা পরিবার সত্যিই অসাধারণ ছিল। খুব মন খারাপ লাগছে কি বলবো ভেবে পাচ্ছি না। 😢😞

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments