Homeসিনেমাশাহিদের সাথে রাত কাটানোর অভিজ্ঞতা দুঃস্বপ্নের মতো ছিল: কঙ্গনা রানাওয়াত

শাহিদের সাথে রাত কাটানোর অভিজ্ঞতা দুঃস্বপ্নের মতো ছিল: কঙ্গনা রানাওয়াত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ঠোঁট কাটা স্বভাব নতুন নয়। বি-টাউনের বহু তারকার সম্পর্কেই একাধিকবার বিষোদ্গার করেছেন তিনি। সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে এই অভিনেত্রী বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন।

এর আগে অনেকের সম্পর্কে মন্তব্য করলেও শাহিদ কাপুরকে নিয়ে কখনো মন্তব্য করেননি এই বলিউড সুন্দরী। এবার শাহিদ কাপুরকেও বাদ রাখলেন না। শাহিদকে নিয়েই করলেন এক বিস্ফোরক মন্তব্য। বলিউড কুইন কঙ্গনার দাবি, শাহিদের সাথে রাত কাটানোর অভিজ্ঞতা দুঃস্বপ্নের মতো!

কি চমকে গিয়েছেন! ঠিকই শুনেছেন আপনি, কঙ্গনা রানাওয়াত এমন কথাই বলেছেন । সম্প্রতি মিড-ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমরা একবার একটা প্রত্যন্ত অঞ্চলে শুটিং করছিলাম। সেখানে বাধ্য হয়েই আমাকে একটি কটেজে শাহিদের সঙ্গে থাকতে হয়েছিল। কিন্তু রাতে আমি ঠিক মতো ঘুমোতে পারিনি।’

ঘুমোতে না পারার কারণ সম্পর্কে কঙ্গনা বলেন, ‘পাগলের মতো হিপ হপ মিউজিক চলছিল। শাহিদ কাপুর এই ধরনের গান শুনতে শুনতেই এক্সারসাইজ করত। তাও আবার জোরে স্পিকার লাগিয়ে। আমি কান্ত হয়ে ফিরেও ঘুমতো পারতাম না। তাই আমার গোটা রাতটাই দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছিল।’ শাহিদ কাপুরের সঙ্গে ‘রেঙ্গুন’ ছবির শুটিংয়ের সময় কঙ্গনা রানাওয়াতের সঙ্গে এই ঘটনা ঘটেছিল। ‘রেঙ্গুন’ ছবিটি পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ।

বর্তমানে ‘ইমারজেন্সি’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছে এই অভিনেত্রী। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে দিকে ইন্দিরা গান্ধীর শাসনকালে, যখন জরুরি অবস্থা চলছিল, তখনকার পটভূমির উপর এই ছবি নির্মিত হচ্ছে। কঙ্গনা নিজেই সেখানে ইন্দিরা গান্ধীর ভুমিকায় অভিনয় করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments