Homeসিনেমা‘রামায়ণ’ ছবিতে অভিনয় করবেন হৃত্বিক ও রণবীর! অভিনেতাদের পারিশ্রমিক কত জানলে চমকে...

‘রামায়ণ’ ছবিতে অভিনয় করবেন হৃত্বিক ও রণবীর! অভিনেতাদের পারিশ্রমিক কত জানলে চমকে যাবেন

বলিউডে ফের ‘রামায়ণ’ ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কয়েকটি অনলাইন সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, রামায়নের স্ক্রিপ্টিং এবং দীর্ঘদিনের রিসার্চ ১-২ মাসের মধ্যে শেষ হবে এবং ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, প্রথমে রামের চরিত্রে মহেশ বাবু থাকার কথা থাকলেও পরবর্তী তে মহেশ বাবু রামায়ণ ছেড়ে রাজামৌলির জঙ্গল অ্যাডভেঞ্চার বেছে নেয়।

এখন রামের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে এবং রাবন চরিত্রে প্রথম থেকে এখন পর্যন্ত একটা নামই শোনা যাচ্ছে, ‘হৃত্বিক রোশন’। হৃত্বিক নিজেও বলেছিলো, তার কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে, যেমনটা ‘বিক্রম বেঁধা’-তে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিলো। আর রাবনে চরিত্র নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে ‘রামায়ণ’ ছবি নিয়ে এখন পর্যন্ত কোন অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি।

নেটিজেনরা মনে করছেন, ব্রহ্মাস্ত্রের সময় রণবীর-হৃত্বিক একজন আরেকজনকে সাপোর্ট করা, প্রশংসা করা, টুইট, রিটুইট, কমেন্ট ইত্যাদি সবকিছু মিলিয়ে ইঙ্গিত দেয় যে তারা হয়তো একসাথে কাজ করতে চলেছেন। তবে এই খবরে হৃত্বিক অনুরাগীরা মোটেই সন্তুষ্ট না। হৃত্বিক ভক্তরা ‘রামায়ণ’ ছেড়ে ‘ওয়ার ২’ কিংবা ‘কৃষ ৪’ ছবির শ্যুটিং শুরু করার অনুরোধ করে যাচ্ছে। হৃত্বিককে ‘বিক্রম বেধা’র মতো আবারও নেগেটিভ চরিত্রে দেখতে চায় না তারা। হৃত্বিক ভক্তরা বিরক্ত হলেও রণবীর কাপুরের ভক্তরা কিন্তু এই ছবি নিয়ে দারুণ এক্সাইটেড।

‘রামায়ণ’ ছবির বাজেট নিয়েও চলছে জোর গুঞ্জন । গুঞ্জন আছে, এই ছবির জন্য মোটা অংকের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা রণবীর কাপুর ও হৃত্বিক রোশন। প্রথমে ছবিটির বাজেট ৩০০ কোটি রুপি ধরা হয়েছিল। সেটা এখন বাড়িয়ে করা হয়েছে ৭৫০ কোটি রুপি। শোনা যাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে অভিনয়ের জন্য হৃত্বিক রোশন ও রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি!

‘রামায়ণ’ ছবিটি পরিচালনা করবেন নিতিশ তিওয়ারি আর এটি প্রযোজনা করবেন মধু মন্তেনা, সহ প্রযোজক হিসেবে রয়েছেন নমিত মালহোত্রা ও অরবিন্দ। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে, ‘একেবারে ভিন্নভাবে রামায়ণের গল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে এই ছবিতে ব্যবহার করা হবে সব থেকে সেরা প্রযুক্তি।’ যদিও কোন কিছুই এখন পর্যন্ত চুড়ান্ত নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments