স্টার জলসায় একটি তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকটি শুরু থেকে এখন পর্যন্ত টিআরপির তালিকায় ভালো অবস্থানে রয়েছে।এই ধারাবাহিকেরর নায়ক-নায়িকা সূর্য ও দীপাকে দর্শকরা খুব ভালোবাসে। টিভি পর্দায় এই মিষ্টি জুটির রসায়ন দেখলেই দর্শকদের চোখ জুড়িয়ে যায়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নায়ক সূর্যের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ‘দিব্যজ্যোতি দত্ত’কে এবং নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন ‘স্বস্তিকা ঘোষ’।

বর্তমানে এই ধারাবাহিকে একের পর এক টুইস্ট দেখা যাচ্ছে। কিছু দিন আগে ধারাবাহিকটি ৮ বছর লিপ নেয়। এখন ভুল বোঝাবুঝির কারণে আলাদা থাকে সূর্য-দীপা। তাদের দুই মেয়ে সোনা-রুপাও বড় হয়েছে। ‘রুপা’ থাকে দীপার কাছে, সে খুব বুদ্ধিমতী ও চঞ্চল। আরেক মেয়ে সোনা থাকে সূর্যের কাছে, সে খুব শান্তশিষ্ট।

যারা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন, ইতিমধ্যে সূর্যের সঙ্গে তাঁর মেয়ে রুপার বেশ কয়েকবার দেখা হয়েছে। রুপা’র সাথে একধরনের আলাদা বন্ডিং তৈরি হয়েছে সূর্যের। অন্যদিকে সূর্যের সাথে সোনাকে দেখে দীপা ভেবে নিয়েছে মিশকা আর সূর্যের বিয়ে হয়ে গিয়েছে। তাই সে সূর্যের সঙ্গে দেখা না করেই চলে গেছে। কিন্তু এখনও সূর্য-দীপা একে অপরকে দূর থেকেই ভালোবাসে।

এসব ঘটনার মাঝেই সম্প্রতি স্টার জলসার তরফে সমাজমাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মেলায় একসাথে খেলায় মেতেছে দুই বোন সোনা-রুপা, যদিও তাঁরা সেটা জানে না। মেলায় রুপা বাজি খেলায় একের পর এক খেলনা জিতে নেয়। অন্যদিকে ৩ নম্বর বাজি খেলায় রুপা-সোনা দুজনই জিতে যায়। কিন্তু পুরস্কার হিসাবে জেতা পুতুল কে নেবে? তা নিয়ে চলে হালকা ঝগড়া আর খুনসুটি। এরমধ্যেই দেখানে হাজির হয় সূর্য।

এসব দেখে দর্শকদের প্রশ্ন তাহলে কি গ্রামের মেলা থেকেই দুই বোনের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে? অবশ্য সোনা রুপাকে একসঙ্গে দেখেই দর্শকরা খুব খুশি। এদিকে স্টার জলসার তরফে আরও ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানে ইঙ্গিত দেয়া হয়, শ্রীঘ্রই দেখা হবে সূর্য-দীপার। দর্শকরাও ধারণা করছেন সোনা- রুপার কারণেই হয়তো দেখা হবে সূর্য-দীপার। যদিও এখন পর্যন্ত কোন কিছুই নিশ্চিত নয়। আবার অনেকেই বলছে, এত সহজে এরকম কিছুই হবেনা। অবশ্য সবকিছু খোলাসা করতে স্টার জলসার পর্দায় নজর রাখতে হবে।
