Homeওয়েব সিরিজমৃত্যুর সঙ্গে লড়ছে কাছের মানুষ, মন্দিরে হিন্দি গান গাইছে গুড্ডি!

মৃত্যুর সঙ্গে লড়ছে কাছের মানুষ, মন্দিরে হিন্দি গান গাইছে গুড্ডি!

‘গুড্ডি’ সিরিয়াল নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এর আগেও এই সিরিয়াল নিয়ে ক্ষোভ প্রকাশ করছিল দর্শকরা। অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেছিল, এটা সিরিয়াল না পরকীয়ার আখড়া? দর্শকদের বক্তব্য, অনুজ এবং গুড্ডির সম্পর্ক ঘিরে নোংরামো চলছে। গুড্ডি ও অনুজের সম্পর্ক ঘিরে এই বিতর্ক শেষ হতে না হতেই আবার নতুন বিতর্ক শুরু হয়েছে।

তবে এবার এই ধারাবাহিকে যা দেখানো হলো তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। অনুজের অবস্থা খুবই খারাপ, তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পরমাত্মার শরণাপন্ন হতে গুড্ডি ছুটেছে মন্দিরে পুজো দিতে। ভগবান শিবের কাছে সে স্বামীর প্রাণভিক্ষা চাইবে।

কিন্তু একি! ভগবানের কাছে বসে কিনা বলিউডের আধুনিক হিন্দি গান গাইতে শুরু করলেন গুড্ডি? ভক্তিগীতি ছেড়ে এই গান গেয়েই বিপাকে পড়েছে গুড্ডি। দর্শকরাও রীতিমত রেগে আগুন। স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এদিকে গুড্ডি বসে আধুনিক হিন্দি গান গেয়ে ভগবানকে তুষ্ট করার চেষ্টা করছে?

গুড্ডির গান শুনে হেসে খুন অনেকেই। কেউ কেউ বললেন, কাছের মানুষের এরকম কিছু হলে গলা দিয়ে কখনো গান বেরয়? কেউ বললেন, মন্দিরে বসে এই মুহূর্তে এই গান কে গায়? অন্য একজন বললেন, সবটাই অবাস্তব!

এর আগেও একবার তুমুল ট্রোলের স্বীকার হয়েছিল এই ধারাবাহিক‌। সে বার দেখানো হয়েছিল, বউ শিরিনকে নিয়ে হানিমুনে গিয়েছে অনুজ। আর ঠিক সেই জায়গাতেই কলেজের সহপাঠীদের সাথে শিক্ষা ট্যুরে গিয়েছিল অনুজের প্রাক্তন স্ত্রী গুড্ডি। ট্যুরে গিয়ে আচমকাই দলছুট হয়ে পড়ে গুড্ডি।

তাই হানিমুনে এসে বউকে ছেড়ে গুড্ডির খোঁজে নেমে পড়ে অনুজ। শেষমেশ খুঁজেও বের করে, এরপর গুড্ডিকে গাড়িতে তুলে খুব বকা দেয় অনুজ। এরপরই শুরু হয় অপরিপক্ক সংলাপ, অনুজ বলে, ‘তা যদি আজকে সত্যিই হাতির পেটে চলে যেতে তাহলে কী হত?’ জবাবে গুড্ডি বলে ‘কী আবার হত?.. ওরাও পেট ভরে কিছু খেতে পেত। ওরাও তো কিছু খাবার জন্যই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে’। গুড্ডি আর অনুজের এই সংলাপ শুনে হাসিতে গড়াগড়ি দিয়েছিল নেটিজেনরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments