Homeসিনেমামুক্তি পেল পাঠান সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’, দীপিকার হট লুকে নেটদুনিয়া...

মুক্তি পেল পাঠান সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’, দীপিকার হট লুকে নেটদুনিয়া তোলপাড়, রইল ছবি

গতকালই রিলিজ হয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’। ইয়াশ রাজ ফিল্মস (YRF) নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

এই এক গানেই পাঁচ রঙের মনোকিনিতে ‘আবেদনময়ী’ ভঙ্গিমায় দেখা গেল বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে, সঙ্গে নায়ক শাহরুখও কম যান না, সমুদ্রকে পেছনে রেখে পনি টেইল চুলে ‘টাফ’ লুকে নাচলেন দীপিকার সাথে। একদিকে সোনালি মনোকিনিতে দীপিকার হট লুক, অন্যদিকে শাহরুখের চাপ দাড়ি লুক দেখে পলক পড়ছে না ভক্তকুলের।

Pathaan

মুক্তির পর থেকেই এই গান ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে ভক্তমহলে। ১ দিন পেরোতে না পেরোতেই ২১ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে গানটি। শাহরুখ- দীপিকার এই গানের বিষয়ে নেটিজেনদের একজন সমাজমাধ্যমে লিখেছেন, ‘গানটি স্লো পয়জন।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকার নাচ আর শাহরুখের কিলিং লুক মুগ্ধ করেছে।’ অন্য একজন লিখেছেন, ‘দীপিকার নাচ আমাকে খুন করেছে।’

অনেকেই আবার ‘রেশরম রঙ’ এ দীপিকার মাত্রাতিরিক্ত আবেদনময়ী লুকের সমালোচনা করেছেন। নেটমাধ্যমে গানটির সমালোচনা করে একজন লিখেছেন, ‘যেভাবে হাইপ উঠেছিল গানটির, ওই তুলনায় তেমন কিছুই পেলাম না , আর ভাই বেশির ভাগ সময় চোখ বন্ধ করে বা টেনে দেখা লাগবে। ফ্যামিলির সাথে তো মোটেও বসে দেখা যাবেনা গানটি।’

Pathaan

শাহরুখ খানের নায়িকা হয়েই বলিউডে অভিষেক হয়েছিল দীপিকা পাড়ুকোনের। পরে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা গেছে এই আবেদনময়ী অভিনেত্রীকে। এবার ‘পাঠান’ সিনেমায় আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি।

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজক হিসেবে রয়েছেন আদিত্য চোপড়া। এই সিনেমায় শাহরুখ – দীপিকা ছাড়াও ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরসহ আরও অনেকে অভিনয় করেছেন। এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments