Homeসিরিয়াল‘মিঠাই’ এত জনপ্রিয় সিরিয়াল তবু পাঞ্জাবি কেনার পয়সা নেই জি বাংলার! হুমকি...

‘মিঠাই’ এত জনপ্রিয় সিরিয়াল তবু পাঞ্জাবি কেনার পয়সা নেই জি বাংলার! হুমকি দিয়ে জি ফাইভকে মিঠাই বললেন ‘ মজা দেখাবো..’

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। একটা সময় প্রায় ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থানে থেকে রেকর্ড গড়েছিল এই ধারাবাহিক। তবে বর্তমানে টিআরপি তালিকায় কিছুটা পিছিয়ে পড়লেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখনও মিঠাইয়ের প্রতিটি পর্ব দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে থাকে। অনেকেই এই ধারাবাহিককে নিজের জীবনের অংশ মনে করে।

ইদানিং মিঠাই এর গল্পেও পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে মিঠাই মারা গেছে। তাদের ছেলে শাক্য অনেকটাই বড় হয়ে গেছে। গল্পে মিঠাই এর মতো দেখতে আরো একটি চরিত্র এসেছে যার নাম ‘মিঠি’। তার সঙ্গে আবার সিদ্ধার্থের বিয়েও হয়েছে। তবে এবার নায়ক নায়িকার ব্যক্তিগত জীবন কিংবা ধারাবাহিকের গল্প নিয়ে নয় বরং ভিন্ন একটি কারনে এই ধারাবাহিকটি আলোচনায় এসেছে।

এবার মিঠাই সিরিয়াল আলোচনায় আসার পেছনে রয়েছে ‘পাঞ্জাবি’! হুম ঠিকই শুনেছেন। ‘মিঠাই’ এত জনপ্রিয় সিরিয়াল তবু যেন পাঞ্জাবি কেনার পয়সা নেই জি বাংলার! একই পাঞ্জাবি পরে তিনজন বিয়ের পিঁড়িতে দেখানো হয়েছে! নিন্দুকরা Troll করে বলছেন, ‘ঝি কাকুকে চাঁদা তুলে পাঞ্জাবি গিফট করবো’।

আসলে কি ঘটেছিল জানেন? কিছুদিন আগেই মিঠির প্রেমিক হিসেবে যাকে দেখানো হয়েছিল সে একটি পাঞ্জাবি পরে মিঠিকে বিয়ে করতে এসেছিল। আর সেই পাঞ্জাবি দেখেই দর্শকের মনে হয়েছে যে এই একই পাঞ্জাবি আগেও দেখানো হয়েছে। তারপরেই দর্শকরা এই একই ধারাবাহিকের তিনজন আলাদা আলাদা চরিত্রের একটি পাঞ্জাবি পরে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সেই ছবি দিয়ে একজন লিখেছেন, ‘সবাই শুধু খড়ির বদলে যাওয়ার পিছনে রয়েছে আর এদিকে মিঠাইতে যে একটা পাঞ্জাবি দিয়ে সব বিয়ে পাড়ি দিচ্ছে সেদিকে কারোর খোজই নেই!’

প্রসঙ্গত, এই একই রকমের একটি পাঞ্জাবি পড়ে এর আগে সোমকেও দেখা গিয়েছিল যখন সে তোর্সাকে বিয়ে করে বাড়িতে এসেছিল। তারপরে অবশ্য আবার একবার এই একই পাঞ্জাবি দেখা যায় যখন রুদ্র নিপার বিয়ে হয়েছিল। ব্যাস এবার মিঠির প্রেমিককে এই পাঞ্জাবি পরতে দেখে দর্শকরা মজা করতে শুরু করে দিয়েছে, ‘মিঠাই’ এত জনপ্রিয় সিরিয়াল তবু পাঞ্জাবি কেনার পয়সা নেই জি বাংলার!

এদিকে আবার ঘটেছে আরেক কান্ড! জি ফাইভের উপর জব্বর রেগে গেছেন অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু অর্থাৎ আপনাদের সবারই প্রিয় মিঠাই রানী। কিন্তু হঠাৎ কি এমন ঘটেছিল?

আসলে সম্প্রতি জি ফাইভের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মিঠাইয়ের একটি ছবি পোস্ট করা হয়। বাংলা সিনেমার কার্নিভাল নিয়ে ওই পোস্টটি করা হয়। তাতে মিঠাইকে দেখা গেছে আগের রূপে! অর্থাৎ শাড়ি পরা অবস্থায়! ‘মিঠি’ হয়ে মিঠাইয়ের সম্পূর্ণ সাজ পোশাক এমনকি আচার ব্যবহার সবকিছু পাল্টে গেছে। তবু মিঠাইয়ের সেই একই শাড়ি পরা ছবি দিয়ে পোস্ট করেছে জি ফাইভ। আর এতেই রেগে আগুন হয়েছে মিঠাই!

সোজাসুজি জি ফাইভকে হুমকি দিয়ে মিঠাই রানী বলে বসে, ‘আর কোন ছবি নেই তোমাদের কাছে? একই শাড়ি আর ছবি খালি। এসো রোজ একটা করে ছবি তুলতে দেখাবো মজা..।’ জি ফাইভকে ট্যাগ করে জনসমক্ষে হুমকি দেয়া মিঠাইয়ের সেই কমেন্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। মিঠাইয়ের এমন কান্ড দেখে দর্শকরা তো রীতিমত হেসে খুন!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments