Homeওয়েব সিরিজমারা যাবে ফুলঝুরি! শেষ হচ্ছে ‘ধূলোকণা’ সিরিয়াল, ক্ষোভ ভক্তমহলে

মারা যাবে ফুলঝুরি! শেষ হচ্ছে ‘ধূলোকণা’ সিরিয়াল, ক্ষোভ ভক্তমহলে

Dhulokona

শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী ১২ ডিসেম্বর থেকে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নীল-তিয়াসার নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’। এ কারণেই বন্ধ হচ্ছে লালন-ফুলঝুরির ‘ধূলোকণা’। এই সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলী নিজেই সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সিরিয়ালটি সত্যিই শেষ হচ্ছে কি না? খোঁজ করলে লীনা গাঙ্গুলী জানান, ‘হ্যাঁ ধূলোকণা শেষ হচ্ছে’।

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, লালন-ফুলঝুরির হ্যাপি এন্ডিং নয়, বরং ফুলঝুরির মৃত্যু দেখিয়ে সিরিয়াল শেষ করবেন লেখিকা। শোনা যাচ্ছে, শ্রীঘ্রই ‘ধুলোকণা’ ধারাবাহিকে আসবে নতুন মোড়। যেখানে দেখানো হবে ফুলঝুরি প্রেগন্যান্ট নয় বরং তাঁর পেটে টিউমার রয়েছে। আর এর জন্যই মৃত্যু হবে তাঁর। এই খবর শোনা মাত্রই মন খারাপ লালফুলের ভক্তদের, অনেকেই ক্ষোভ প্রকাশ করছে। এই রকম বিষাদঘন এন্ডিং কেউ মেনে নিতে পারছে না। দর্শকরা চায় অঙ্কুরের সাথে ফুলের মিল ঘটিয়ে ধারাবাহিকটি শেষ হোক।

মানালি দে ও ইন্দ্রাশিস আচার্য অভিনীত এই সিরিয়ালের সফর শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। শ্রীময়ী, খড়কুটোর মতো আবারও মৃত্যুর ট্র্যাক দেখিয়ে গল্প শেষ করবেন লেখিকা। এটা যেন কিছুতেই মানতে পারছে না ভক্তরা, রীতিমত বিরক্ত তাঁরা।

সমাজমাধ্যমে আবির মুখার্জি নামে একজন লিখেছেন, ‘একেবারেই, লীনা গাঙ্গুলির মহৎ কাজ এটাই, সমস্ত সিরিয়ালের মূল চরিত্রদের ক্যান্সারে মেরে ফেলতে উনি বিশেষ পছন্দ করেন, এখানেও তার থেকে আলাদা কিছু হবেনা, যদিও অনেক ভদ্র ভাবে সিরিয়াল টি শেষ করা যেতে পারতো।’

অনির্বাণ লিখেছেন, ‘মাদক খাইয়ে ফুলছুরিকে মেরে ফেলে দিয়েছে লীলা পিসি। লীলা পিসিকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। সবটাই অবাস্তব ঘটনা।’

স্বস্তিকা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘লেখিকা মনে করছেন নায়িকা মরে গেলে সবাই কেঁদে কেঁদে আমাকে ধন্যবাদ দেবে, কিন্তু আমার মনে হয় উনি এবার সিরিয়াল শুরু করবেন আর কারোর না দেখা উচিত, কারণ মধ্যে খানে আবোল তাবোল ঢুকিয়ে শেষে নায়িকা মরণ সেই একই আদিখ্যেতা!’

একজন লিখেছেন, ‘সত্যি শেষ হচ্ছে কি না জানি না তবে আজ সকাল থেকেই সবাই ফেসবুকে এটাই বলছে.. যদি শেষ হয় হোক, কিন্তু সুখের সাথে শেষ হোক’।

আরেকজন লিখেছেন, ‘লীনা দি কি আর কোনো এন্ডিং লিখতে পারেন না না চান না লিখতে ??খড়কুটো একইভাবে শেষ করলো এর আগে জি বাংলা তে অপরাজিতা দি আর রাজা গোস্বামী এর কোজাগরী তেও একই এন্ডিং ছিলো । খড়কুটো অনেক টাই কোজাগরী সিরিয়াল টার মতো। কোনো সিরিয়াল হ্যাপি এন্ডিং হলে এর ভালো লাগে ।। শ্রীময়ী তে দেখলাম রোহিত সেন এর মৃত্যু। আর ভালো লাগছে না। এবার এই একই জিনিস দেখানো বন্ধ হোক ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments