Homeখবরভারত জুড়ে ‘পাঠান’ সিনেমা বয়কটের ডাক, দীপিকার পক্ষ নিলেন প্রকাশ রাজ

ভারত জুড়ে ‘পাঠান’ সিনেমা বয়কটের ডাক, দীপিকার পক্ষ নিলেন প্রকাশ রাজ

গত সোমবার (১২ ডিসেম্বর) ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পায়। গানটি মুক্তির পরপরই সমাজ মাধ্যমে ঝড় তোলে। একদিকে যেমন গানটি প্রশংসা পেয়েছে, তেমনি গানটিকে ঘিরে জন্ম নিয়েছে তুমুল বিতর্কও। নেটমাধ্যমে ব্যাপক ব্যঙ্গ করা হচ্ছে শাহরুখ-দীপিকাকে। ‘পাঠান’ সিনেমায় মাত্রাতিরিক্ত আবেদনময়ী লুকে পর্দায় হাজির হয়েছেন দীপিকা।

Pathaan

‘বেশরম রঙ’ গানের দৃশ্য এতটাই কুরুচিপূর্ণ এবং অশ্লীল যে, তা সংশোধন না হলে মধ্যপ্রদেশে ‘পাঠান’ সিনেমা নিষিদ্ধের ঘোষনা দিয়েছে এক বিজিপি নেতা। কেউ কেউ মনে করেন, গানটি একদম সস্তা টাইপের হয়েছে। কারো মতে, শাহরুখের সিনেমায় এমন গান প্রত্যাশা করেন না তার ভক্তরা। আবার কেউ কেউ গানে গেরুয়া রঙ ব্যবহারের তুমুল বিরোধিতা করেছেন।

অনেকে আবার দীপিকার বিকিনি লুকের প্রতিবাদে নেটমাধ্যমে সরব হয়েছেন। অনেকেই গানের দৃশ্য শেয়ার করে ‘পাঠান’ ছবি বয়কটের ডাক দিচ্ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

শুধু বয়কটের ডাকই নয়, বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার গতি ক্রমসই বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনও সিনেমাটির সমালোচনায় নেমেছে। এছাড়া ভারতের মধ্যপ্রদেশের একটি মুসলিম সংগঠন এই সিনেমার নামও পরিবর্তনের দাবি জানিয়েছে। সংগঠনটি দাবি করেছে, ‘পাঠান’ সিনেমা মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে।

এর আগে ‘বেশরম রঙ’ গান নিয়ে ঘোর আপত্তি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা বলেছিলেন, ‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান ছবির এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ এসময় তিনি আরও বলেন, ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে ছবিটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

তবে এতোসব বিতর্কের মাঝেই দীপিকা ও ‘পাঠান’ সিনেমার পাশে দাঁড়িয়েছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। দীপিকার গেরুয়া রঙের পোশাক নিয়ে চলা বিতর্কের বিরোধিতা করে তিনি বলেন, ‘গেরুয়া পরিহিত পুরুষরা ধর্ষকদের মালা পরিয়ে দিতে পারেন। হিংসা ও ঘৃণা বক্তব্য ছড়াতে পারেন। গেরুয়া পরিহিত স্বামীজি নাবালিকাকে ধর্ষণ করতে পারেন কিন্তু ছবিতে গেরুয়া পরলেই দোষ?’

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজক হিসেবে রয়েছেন আদিত্য চোপড়া। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর প্রমুখ। এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments