Homeখবরবেশরম রঙ’ গানের পোশাক নিয়ে চরম আপত্তি, দীপিকার নোংরা মানসিকতা ফাঁস করলেন...

বেশরম রঙ’ গানের পোশাক নিয়ে চরম আপত্তি, দীপিকার নোংরা মানসিকতা ফাঁস করলেন মন্ত্রী, মধ্যপ্রদেশে নিষিদ্ধ হতে পারে ‘পাঠান’ সিনেমা

দীর্ঘ দিন পর ‘পাঠান’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় রয়েছে ছবিটিটি। তারপর টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, শাহরুখের লুক প্রকাশ্যে আসার পর তুমুল আলোচনায় উঠে আসে ছবিটি।

কয়েক দিন আগে এই ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পায়। এ গান মুক্তির পর নেটিজেনরা যেমন প্রশংসা করেছেন, তেমনি অশ্লীলতা ও নকলের অভিযোগ উঠেছে এ গানের বিরুদ্ধে। মধ্যপ্রদেশে এ ছবি নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এরকম ইঙ্গিত দিয়েছেন।

গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘নরোত্তম মিশ্রা’। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। শাহরুখ-দীপিকার পোশাকের রঙ নিয়েও ভ্রু কুচকেছেন এবং এ গান সংশোধনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও সাফরন রঙ নিয়ে ঘোর আপত্তি নরোত্তম মিশ্রার। তা উল্লেখ করে তিনি বলেছেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে ছবিটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

মন্ত্রী আরও বলেছেন, ‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান ছবির এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ দীপিকা পাডুকোনকে আক্রমণ করে নরোত্তম মিশ্রা বলেন, “এর আগে দীপিকা পাড়ুকোন জেএনইউয়ে গিয়ে গ্যাংয়ের সমর্থনে গলা ফাটিয়েছিল। যার কারণে তার মানসিকতা এবার সবার সামনে এসেছে।”

‘পাঠান’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজক হিসেবে রয়েছেন আদিত্য চোপড়া। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর প্রমুখ। এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments