Homeখবরবিয়ের পিঁড়িতে মিশকা-সূর্য, ‘অনুরাগের ছোঁয়া’য় দারুন টুইস্ট, সত্যিই কি তাদের বিয়ে হবে?

বিয়ের পিঁড়িতে মিশকা-সূর্য, ‘অনুরাগের ছোঁয়া’য় দারুন টুইস্ট, সত্যিই কি তাদের বিয়ে হবে?

সপ্তাহে কেবল পাঁচ দিন সম্প্রচারিত হয় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়াল শুরু থেকেই দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। গত কয়েক মাস ধরে এই সিরিয়ালটিতে যে ট্র্যাকে গল্প চলছে তাতে দর্শকরা নজর সরাতেই পারছে না। দীপা ও সূর্যের একে অপরকে ভালবাসা এবং কিছু ভুল বোঝাবুঝি নিয়ে একের পর এক টুইস্ট দেখা যাচ্ছে। এবার ‘অনুরাগের ছোঁয়া’য় এসেছে নতুন একটি টুইস্ট।

হঠাৎ রাস্তায় দীপার সাথে দেখা হয় তার কবির স্যারের। দুজনকে একসাথে দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠে সূর্য। দীপার সাথে তার তর্ক বিতর্ক অনেক দূর গড়ায়। একপর্যায়ে দীপাকে জব্দ করার জন্য সূর্য মিশকাকে বিয়ে করার প্রস্তাব দেয়। মিশকা এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিল। যদিও দর্শকরা আশা করেছিলেন শেষমেষ বিয়েটা হয়তো হবে না। দীপার প্রতি সূর্য এতটাও নিষ্ঠুর হবে না। তবে চমক দিয়েছে অনুরাগের ছোঁয়ার নতুন ঝলক। আগামী পর্বের প্রি-ক্যাপে ধরা পড়েছে এক ধামাকাদার টুইস্টের।

ধারাবাহিকের আসন্ন পর্বের যে ঝলক তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিয়ের সাজে মিশকা এবং সূর্য বিয়ের মন্ডপে এসে বসেছে। মিশকার সিঁথিতে সিঁদুর তুলে দিতে যাচ্ছে সূর্য। তখনই মন্ডপে এসে উপস্থিত হয়েছে দীপা। ঘটনা দেখে দীপা তো রীতিমত অবাক। সন্তানকে কোলে নিয়ে ডাক্তারবাবুর বিয়ে দেখে যেন পায়ের তলা থেকে মাটি হারিয়ে ফেলেছে দীপা। এই দৃশ্য দেখে রীতিমত অবাক হয়েছেন দর্শকরাও।

সত্যিই কী বিয়ে হবে সূর্য-মিশকার? দীপাকে সূর্যের জীবন থেকে সরিয়ে দিয়ে এটাই তো চেয়েছিল মিশকা। সূর্যের মনে দীপাকে নিয়ে অহেতুক সন্দেহের বীজ বুনে দিয়েছে সে। মিশকার উপর অন্ধ বিশ্বাস করে সূর্য নিজের সন্তানদেরই পিতৃত্ব অস্বীকার করেছে। বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে মিশকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সূর্য।

দর্শকদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সূর্য-মিশকার বিয়ে হয়ে গেলে দীপার কী হবে? অবশ্য দর্শকদের এই চিন্তার কোন কারন নেই। সত্যি হচ্ছে, যে ঘটনাই ঘটে থাকুক না কেন সূর্য মিশকাকে বিয়ে করবে না। কারণ এই সিরিয়ালটি একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালের রিমেক। এখন পর্যন্ত অনুরাগের ছোঁয়াতে যা কিছু দেখানো হয়েছে সবটাই আসল গল্পের সঙ্গে হুবহু মিলে যায়। হিন্দি সিরিয়াল ‘কার্তিক পূর্ণিমা’র মতো ‘অনুরাগের ছোঁয়া’র গল্পে টুইস্ট দেয়ার জন্যই মিশকা-সূর্যকে বিয়ের পিঁড়িতে দেখানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments