Homeওয়েব সিরিজবাংলা ছবির নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না: মিমি...

বাংলা ছবির নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না: মিমি চক্রবর্তী

Mimi

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘খেলা যখন’। ‘খেলা যখন’ একটি থ্রিলারধর্মী ফিল্ম, এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল । ‘খেলা যখন’ ছবিতে মিমির বিপরীতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।

প্রায় চার বছর আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু শুটিং শুরু হওয়ার দশ দিন আগেই এর কাজ বন্ধ হয়ে যায়। পরে পরিচালক ছবির চিত্রনাট্য ও অভিনয়শিল্পী পরিবর্তন করেন । এরপরই নতুন ভাবে এই ছবির শুটিং শুরু হয়। চিত্রনাট্য ও অভিনয়শিল্পী পরিবর্তন করায় মিমি চক্রবর্তী পরিচালকে বলেই ফেলেন, ‘ফ্লোরে গেলেও বিশ্বাস নেই। যে দিন ছবিটা পুরোপুরি শেষ হয়ে যাবে, সে দিন আনন্দ করব।’ গত বছরের অগস্ট মাসে এই ছবির শুটিং পুরোপুরি শেষ হয় ।

Mimi

‘খেলা যখন’ ছবি মুক্তি উপলক্ষে গতকাল একটি অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন মিমি চক্রবর্তী। সেখানে সাংবাদিক প্রশ্ন করেন, অনেকেই বলেন, হাতে ছবি নেই বলে মিমি ইনস্টাগ্রামে ব্যস্ত থাকে। আপনার প্রতি এই সমালোচনা কি একপেশে লাগে না? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘কে কী বলছে, তাতে আমার কিছু যায়-আসে না। কোন দিনই আসত না। তারা তো আমার সংসার চালায় না। জীবনটা আমার, এর চাবিকাঠি শুধু আমার হাতে। যত দিন আমার দর্শক আমায় দেখতে চান, তত দিন এসবে আমি কান দেব না।’

Mimi

তিনি বলেন, ‘কেরিয়ারের যেই জায়গায় আমি দাঁড়িয়ে, সেখানে আমার কাছের লোকেরা খুব ভাল করে জানে আমি কতটা পরিশ্রমী। তাই বছরে একটা ছবি করলেও আমি সেই ছবিটা মন দিয়ে করব এবং সেটা নিয়ে গর্ব বোধ করব। বছরের একগুচ্ছ আজেবাজে ছবি, যেগুলোর কোনওটাই বক্স অফিসে লাভের মুখ দেখল না, করার চেয়ে একটা ছবি করা অনেক ভাল।’

‘খেলা যখন’ ছবিতে অভিনয় করার কারণ সম্পর্কে মিমি বলেন, আমি আগে গল্পটা দেখি। তার পর দেখি আমার চরিত্রটা ছবিতে কতটা গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আমার পারিশ্রমিকটা অবশ্যই দেখি। সেটাও আমার কাছে খুব জরুরি। এখন আর আমায় কেউ পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না। ছবিতে আমার সঙ্গে কে আছে, কখনও সেটাও জিজ্ঞেসও করি না।’

এরপর সাংবাদিক প্রশ্ন করেন, বছরে এত কম ছবি করেও নিজেকে সব সময় এত অনুপ্রাণিত রাখেন কী ভাবে? এবার অভিনেত্রী জবাব দেন, ‘বাংলা ছবির নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না। ছবি কম করতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে আমার সবচেয়ে বেশি সংখ্যায় ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে। তা করার জন্য আমায় সারাক্ষণ পরিশ্রম করতে হয়। ‘আউট অফ দ্য বক্স’ ভাবতে হয় এবং আমি সেটাই করি।’

মিমি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা মানুষের ভালবাসা। আমি একটা মফস্বল থেকে আসা মেয়ে, যাকে আজ লোকে এত ভালবাসা দিয়েছেন, এই জায়গাটা দিয়েছেন, তাই আমার মানুষের উপর ভরসা রয়েছে। সাংসদ হিসাবে, কিংবা অভিনেত্রী হিসাবে, আমি শুধু নিজের কাজটা করে যাই। আমার ঘাড়ে অনেক দায়িত্ব রয়েছে। যত দিন সেটা থাকবে, আমি পরিশ্রম করে যাব।’

প্রসঙ্গত, এর আগে অরিন্দম শীলের সঙ্গে ‘ধনঞ্জয়’ ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। ওই ছবিতে মিমিকে এক আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়া ২০১৮ সালে বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবিতে অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন মিমি। ‘খেলা যখন’ ছবিতে এই জুটি ভালো কিছু উপহার দিবে এটাই প্রত্যাশা করছে দর্শকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments