Homeওয়েব সিরিজপ্লাস্টিক সার্জারি করে সৌন্দর্য বাড়িয়েছেন যেসব তারকা, রইল সবিস্তার

প্লাস্টিক সার্জারি করে সৌন্দর্য বাড়িয়েছেন যেসব তারকা, রইল সবিস্তার

শোবিজে সৌন্দর্যের চর্চা চলছে কালে কালে। শ্রীদেবী থেকে শুরু করে হালের রাশমিকা মান্দানা সবাই ছড়িয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা। নেটিজেনরা তাদের সৌন্দর্যে মুগ্ধ হলেও অনেক তারকার সৌন্দর্যের পেছনে রয়েছে কৃত্রিমতার ছোঁয়া। কেউ কেউ স্বীকার করলেও অনেক তারকাই প্লাস্টিক সার্জারির কথা চেপে গেছেন বা অস্বীকার করেছেন। প্লাস্টিক সার্জারি করে মুখের সৌন্দর্য নষ্ট করার উদাহরণও আছে অহরহ। আজকের প্রতিবেদনে সার্জারি করে চেহারা বদলে ফেলেছেন এমন কয়েকজন তারকার মুখোশ উন্মোচন করা হবে।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

গ্ল্যামার গার্ল খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নতুন করে আবারও বলিউড দুনিয়ায় উসকে দিলেন প্লাস্টিক সার্জারি চর্চা। সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা কাইফ তার নতুন ছবি ফোন ভুতের প্রচারণার জন্য সলমন খানের বিগ বস ১৬-এ হাজির হয়েছিলেন। সেখানেই তার চেহারা দেখে রীতিমত চমকে গিয়েছেন নেটিজেনরা। ক্যাটরিনার আগের চেহারার সাথে এখনকার চেহারার বিস্তর ফারাক। গাল ফুলে গেছে, হাসলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। নেটিজেনরা বলছে, অধিক সুন্দরী হওয়ার লোভে মুখই নষ্ট করে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। এর আগেও তিনি মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে অল্প বিস্তর সার্জারি করিয়েছেন বলে গুঞ্জন ছিল।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

একসময়ের বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার রুপে যে কেউ মুগ্ধ হবে। প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমালেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই । গুঞ্জন আছে প্রিয়াঙ্কা চোপড়া একাধিকবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তার মুখ, নাক, ঠোঁটে সবেতেই নাকি ছুরি কাঁচি চালানো হয়েছে । এই অভিনেত্রী এসব কিছু অস্বীকার করলেও নাক সার্জারির কথা নিজ মুখে স্বীকার করেছেন । এই বিষয়ে তিনি তার বায়োগ্রাফিতে লিখেছেন, একবার নাকের হাড় ভেঙে যাওয়ায় তার মুখ বিশ্রী হয়ে যায়, তিনি ভয় পেয়ে যান। একারণে কয়েকবার সার্জারি করে তার নাক ঠিক করতে হয়।’ সম্প্রতি এই অভিনেত্রী সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন। তার মেয়ের নাম ‘মালতি জোনাস’।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

বিরাট কোহলি পত্নী অনুষ্কা শর্মার লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘রব নে বনা দি জোড়ি’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এই অভিনেত্রীও প্লাস্টিক সার্জারি করিয়েছেন । তিনি নিজেই স্বীকার করেছেন ‘বম্বে ভেলভেট’ ছবির জন্য ঠোঁটে লিপ এনহ্যান্সিং টুল ব্যবহার করেছেন। এতে তার লুকে ভিন্নতা আসে। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি এই দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।

আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর রুপের রহস্য আজও সবার অজানা। ১৯৬৩ সালে জন্ম নেয়া এই অভিনেত্রী মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সতেজ ও প্রাণবন্ত। বয়সের তুলনায় তাকে দেখতে একটু বেশিই গ্ল্যামারাস মনে হত। গুঞ্জন রটেছে শ্রীদেবীর এই গ্ল্যামারাস লুকের পেছনে ছিল ছুরি- কাঁচির কারসাজি! শোনা যায় শ্রীদেবী নাকি তার শরীরে অসংখ্য বার অস্ত্রপাচার করেছেন। যদিও এই অভিনেত্রী বরাবরই তা নাকচ করে দিয়েছেন। শ্রীদেবী তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। এই অভিনেত্রীর ২০১৮ সালে দুবাইয়ের এক হোটেলের বাথরুমের বাথটাবে দম আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হয়।

জাহ্নবী কাপুর

‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করে জাহ্নবী কাপুর। অল্প সময়ে তিনি দারুন জনপ্রিয়তা পেয়েছেন । মা শ্রীদেবীর মতো জাহ্নবী কাপুরও প্লাস্টিক সার্জারি করেছেন বলে গুঞ্জন আছে। জাহ্নবী কাপুরের আগের পরের ছবি দেখে এটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আগের ছবিতে তার নাক অনেক মোটা দেখা গেলেও এখনকার ছবিতে তা অনেক সরু ও তীক্ষ্ণ দেখা যায়। শোনা যায়, কসমেটিক সার্জারি করে নিজের লুক বদলে ফেলেছেন জাহ্নবী কাপুর। তবে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সবসময় এসবকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

কঙ্গনা রানাউত

বলিউডের এক বিতর্কিত তারকা হলেন ‘কঙ্গনা রানাউত’। কঙ্গনা রানাউত কোন রাখঢাক ছাড়াই মুখে যা আসে বলে দেন। এজন্য সমালোচনার স্বীকার হলেও রুপ ও অভিনয় দক্ষতায় তিনি এখনও টিকে রয়েছেন। কন্ট্রোভার্সি কুইন হিসেবে পরিচিত এই অভিনেত্রীও বেশ কয়েকবার প্লাস্টিক সার্জারি করেছেন। তিনি প্রথমে মুখ ও ঠোঁটে সার্জারি করেন। পরে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে স্তনের আকার পরিবর্তন করেন। ছোট স্তন বড় করতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি করা হয়, এটি নতুন কিছু নয়। বলিউডের অনেক অভিনেত্রীই এই সার্জারি করিয়েছেন।

শ্রুতি হাসান

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কমল হাসানের মেয়ে ‘শ্রুতি হাসান’। বাবা কমল হাসানের মতো তিনিও সমান জনপ্রিয়, তেলুগু ছবির পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি এই অভিনেত্রী কোন রাখঢাক না করেই স্বীকার করেছেন, ‘তিনি সার্জারি করে সুন্দরী হয়েছেন। তবে ইচ্ছা করে নয় বরং শারীরিক সমস্যার কারনে তার নাকে অস্ত্রপাচার করতে হয়েছে।’ ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা এই অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি পিসিওডি সমস্যায়ও ভুগছেন। উল্লেখ্য, শ্রুতি হাসান প্রশান্ত নীল পরিচালিত সালারে ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments