Homeওয়েব সিরিজপ্রাক্তন স্ত্রীকে নিয়ে কাতারে আমির, ‘লগান’ তারকা পুত্র কোন দলের সমর্থক?

প্রাক্তন স্ত্রীকে নিয়ে কাতারে আমির, ‘লগান’ তারকা পুত্র কোন দলের সমর্থক?

বিশ্বকাপের আমেজ থেকে দূরে নেই তারকারাও। প্রাক্তন স্ত্রী কিরণ রাও আর পুত্র আজাদ রাও খানকে নিয়ে বিশ্বকাপ খেলা দেখতে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি কাতারে থাকা এই অভিনেতার কয়েকটি ভিডিয়ো ও ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, আমির খান কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের বাইরে প্রাক্তন স্ত্রী কিরণ আর পুত্র আজাদের সঙ্গে সেলফি তুলছেন। সাদা গোঁফ-দাড়িতে আমিরের চোখে ছিল কালো ফ্রেমের চশমা। গায়ে ছিল হোয়াইট রঙের টি-শার্ট আর পরনে ছিল কালো কোয়ার্টার প্যান্ট, সবমিলিয়ে তাকে দেখতে বেশ স্মার্ট লাগছিল। কিরণের গায়ে ছিল কালো পোশাক আর আজাদকে দেখা গেল আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে ছবির জন্য পোজ দিতে। আমির অনুরাগীদের মাঝে দ্রুতই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে।

এছাড়া ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায় আমির ভক্তদের সাথে হাসিমুখে সেলফি তুলছেন, ভক্তদের সব আবদার মিটাচ্ছেন। এই ছবিগুলোর নিচে আমিরের এক ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর হাসিখুশি দেখাচ্ছে আমিরকে। বোঝাই যাচ্ছে কাতার বিশ্বকাপ দারুন উপভোগ করেছে ওরা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘মেয়ের এনগেজমেন্টের পর আমিরকে অনেকটা ফ্রি লাগছে।’

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আর্জেন্টিনার খেলা দেখতেই কাতারে গিয়েছিলেন আমিররা। খেলা দেখার সময় আমির পুত্রের গায়ে ছিল মেসির দেশ আর্জেন্টিনার নীল-সাদা পতাকা। বোঝাই যাচ্ছে, আজাদ রাও খান আর্জেন্টিনার কট্টর সমর্থক। কাতারে কোনও ভক্তকেই খালি হাতে ফেরাননি আমির। সকলের সঙ্গেই হাসিমুখে ছবি তুলেছেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরকে অনেক দিন পর হাঁসিখুশি দেখে বেজায় খুশি হয়েছেন তার ভক্তরাও।

‘লগান’ তারকা আমিরকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এটি হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ছিল। আমিরের সঙ্গে এই ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান। তবে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপরই আমির খান ঘোষণা দেন, ‘তিনি আপাতত সিনেমার কাজ থেকে বিরতি নিতে চান।’

প্রায় চার বছর অক্লান্ত পরিশ্রমে নির্মিত ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার দায়ও তিনি নিজের কাঁধে নিয়েছেন। এই ছবির ব্যর্থতার পর আমির বলেন, ‘আমি যখন অভিনেতা হিসেবে কোনও ছবিতে কাজ করি তখন জীবনের বাকি সব কিছু ভুলে যাই। ‘লাল সিং চাড্ডা’র পর আমার আরও একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। ওটার স্ক্রিপ্ট ভীষণ সুন্দর ছিল, গল্পও খুব সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়া উচিত। আমার পরিবার, স্ত্রী, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments