সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জনপ্রিয়তা অর্জন করেছে অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বস ওটিটির প্রথম সিজনের প্রতিযোগী উরফি। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর টিভির পর্দায় উঠে আসেন এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে তিনি অদ্ভুত সব কাণ্ড কারখানা করে সংবাদের শিরোনাম হয়েছেন।

প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে নিজের খোলামেলা পোশাক এবং অদ্ভুত সব মন্তব্যের জন্য বিতর্কিত এবং সমালোচিত হতে দেখা গেছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগেই হিন্দুস্তানি ভাও এর সঙ্গে ঝামেলা করে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন তিনি।

তবে এত বিতর্কের মধ্যে কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে, ভারত ছেড়ে পাকিস্তান চলে যেতে পারে উরফি! অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে অনেকেই চমকে গিয়েছেন। অনেকে মনে করছেন তবে কি পোশাক খুলে দেখানোর ফলেই যে ট্রোলিং এর সম্মুখীন হন অভিনেত্রী, তার জন্যই চলে যাচ্ছেন দেশ ছেড়ে?

এই অভিনেত্রী একবার নয় বরং বারবার নিজের অদ্ভুত পোশাক-আশাকের জন্য সোশ্যাল মিডিয়াতে সমালোচিত হয়েছেন। সম্প্রতি দিওয়ালির সময় যেমন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে শুধু নিজের হাত দিয়ে তার স্ত’ন দুটোকে ঢেকে শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

তবে জানা গেছে উরফি ভারত ছাড়েনি। ভারত ছেড়ে পাকিস্তানেও চলে যাননি। তিনি দুবাইয়ে ঘুরতে গিয়েছেন। সেখান থেকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নিজের একটি রিল ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে অভিনেত্রীকে দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন নেটজনতারা।

ভিডিয়োতে দেখা গেল, দুবাইয়ের সমুদ্র সৈকতে ট্রেডিশনাল লুকে ঘুরে বেড়াচ্ছে এই অভিনেত্রী। সমুদ্র সৈকতে অভিনেত্রীকে সালোয়ার কামিজে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ করেই সমুদ্র সৈকতে বিকিনি ও মনোকিনি ছেড়ে এমন ট্রেডিশনাল লুকে উরফিকে দেখে খুব স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন নেটিজেনরা।

তবে সালোয়ার কামিজে উরফিকে ভালোই লাগছিল। নেটিজেনদের দাবি, ‘সবসময়ই সকলের মাঝে থেকেও একটু অন্যরকম ভাবেই নজর কাড়তে চান অভিনেত্রী। এবারেও অন্যথা হল না তার। বলাই বাহুল্য, সমুদ্র সৈকতে তার এই লুক নজর কেড়েছে সকলের। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।

প্রসঙ্গত, ২০১৬ সালে উর্ফি জাভেদ সনি টিভির ‘বড় ভাইয়া কি দুলহানিয়া’তে অবনী চরিত্রে অভিনয় করে হবার নজর কাড়েন। এরপর ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তিনি স্টার প্লাস চ্যানেলের ‘চন্দ্র নন্দিনী’ তে ছায়ার চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি আরও কয়েকটি সিরিজে অভিনয় করে খ্যাতি পান। উর্ফি জাভেদ ২০২০ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’তে শিবানী ভাটিয়ার চরিত্রে অভিনয় করেন।