বাংলা সিনেমার ‘বিউটি কুইন’ হিসেবে পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ১৯৯৭ সালে মাত্র ১০ বয়সে ‘মায়ার বাঁধন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। শ্রাবন্তী তার বর্নিল কেরিয়ারে ‘জোশ’, ‘বিন্দাস’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ফাইটার’, ‘শিকারী’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দেন। তবে বর্তমানে তার কাজের চেয়ে পারিবারিক জীবন নিয়ে বেশি চর্চা চলছে। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খবরের শিরোনাম হলেন।
এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে আদালতে নয়া অভিযোগ তুলেছেন তার তৃতীয় স্বামী রোশন সিং। আদালতে মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য অভিনেত্রীর নামে মামলা করা হয়েছে। CRPC 340 ধারায় ওই মামলা রুজু করেছেন রোশন সিংয়ের আইনজীবী। CRPC 340 ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি শপথ নিয়ে বা আইনি মামলা চলাকালীন মিথ্যে বয়ান দেন, তাহলে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তোলা যাবে।
সূত্রের খবর, এর আগে আদালতকে বেশ কিছু মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের সম্পত্তির খতিয়ান দেওয়ার সময় নাকি বেশ কিছু ভুয়ো তথ্য দেন তিনি। তাই নতুন অভিযোগে আবার কেস ফাইল করেছেন রোশন সিং। এছাড়া অনেক দিন থেকেই তাদের মধ্যে ডিভোর্সের মামলাও চলছে। রোশন সিংয়ের কাছ থেকে নাকি খোরপোষ দাবি করেছিলেন বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। এসব খবরে প্রচুর চাপে পড়েছে অভিনেত্রী। সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা রয়েছে।
প্রসঙ্গত, ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই দম্পতির ‘ঝিনুক’ নামে এক পুত্র সন্তান রয়েছে। তবে সম্পর্কে অবনতি হবার কারণে শ্রাবন্তী রাজীবকে ডিভোর্স দেন। তারপর কৃষাণ বিরাজ নামক এক মডেলকে বিয়ে করেন এই অভিনেত্রী, সেই সংসারও টিকে নাই। এরপর ২০১৯ সালে রোশন সিং কে বিয়ে করেন তিনি।