Homeসিরিয়ালনতুন সিরিজ়ে নাম লেখালেন মধুমিতা, আবারও কি ধারাবাহিকে ফিরবেন এই অভিনেত্রী?

নতুন সিরিজ়ে নাম লেখালেন মধুমিতা, আবারও কি ধারাবাহিকে ফিরবেন এই অভিনেত্রী?

নতুন সিরিজ়ে নাম লেখালেন মধুমিতা। এক দিকে তেলুগু ছবির কাজে চূড়ান্ত ব্যস্ততা। অন্য দিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে আগামী ছবি ‘দিলখুশ’। এরমধ্যেই এসে গেলো আরও একটি খবর। আসছে নায়িকার নতুন সিরিজ়, নাম ‘জাতিস্মর’। এই সিরিজ় পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর সানি ঘোষ রায়।

madhumita sarcar

মনে রাখার অলৌকিক ক্ষমতা যাদের থাকে, তাদেরকেই জাতিস্মর বলা হয়। যদিও জাতিস্মর বললেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবির কথাই মনে পড়ে যায়। তবে মধুমিতার কাজের সঙ্গে সৃজিতের কাজের কোনো মিল নেই। তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নায়িকা নিজেই।

madhumita sarcar

এই অভিনেত্রী বলেন, ‘দেখুন, জাতিস্মর মানে যিনি নিজের আগের জন্মের কথা বলতে পারেন। প্রেমের গল্প নানা ধরনের হয়। বিষয়টা হয়তো এক হয়। কিন্তু গল্প, প্রেক্ষাপট তো আলাদা হতেই পারে। এ ক্ষেত্রেও তাই সৃজিতদার ছবি বা আমার এই নতুন সিরিজ়ের মূল ভাবনা হয়তো এক, কিন্তু গল্পটা একদমই অন্য রকম।’

madhumita sarcar

নতুন চরিত্র পেলে সেই চরিত্রের সঙ্গে জীবন-যাপন করতে ভালবাসেন নায়িকা। তাই তো এই কাজটা আরও বেশি করে টেনেছিল তাঁকে। এই মুহূর্তে নিজেকে নানা রকম ভাবে দর্শকের সামনে তুলে ধরতে চান মধুমিতা। এক দিকে ‘দিলখুশ’-এর প্রচার শুরু হয়ে গিয়েছে।

madhumita sarcar

অন্যদিকে এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে নতুন সিরিজের শুটিং। তা ছাড়াও খুব শিগগিরি একটি হিন্দি সিরিজ়ে কাজ করার কথা আছে এই নায়িকার। তেলুগু ছবির কাজ এখনও কিছুটা বাকি। নিজেকে আরও ভাল ভাবে তৈরির জন্য আপাতত তামিল ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন এই অভিনেত্রী।

মধুমিতা সরকার ১৯৯৪ সালের ২৬ অক্টোবর জন্মগ্ৰহন করেন। ছোট পর্দায় মধুমিতা সরকারের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। ধারাবাহিকের নাম ছিল ‘সবিনয় নিবেদন’, প্রচারিত হয়েছিল সানন্দা টিভিতে। এরপর আরও ৩ টি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেগুলো হলো: কেয়ার করি না, বোঝেনা সে বোঝেনা এবং কুসুম দোলা।

তবে ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ আর ‘কুসুম দোলা’র ‘ইমন’ চরিত্র তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। দুটি সিরিয়ালই প্রচারিত হয় স্টার জলসায়। এই সিরিয়াল দুটি দারুণ জনপ্রিয় হয়। অল্প সময়েই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশির ভাগ পরিবারের একজন হয়ে যান ‘মধুমিতা সরকার’।

‘বোঝে না সে বোঝে না’র প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালের ৪ নভেম্বরে। এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালের ২২ আগস্ট শুরু হয় ‘কুসুম দোলা’। এই সিরিয়ালগুলোর জন্য সংসার কিংবা নিজের জন্য আলাদা করে এতটুকু সময় পাননি মধুমিতা। টানা কাজ করেছেন। তবে ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ‘কুসুম দোলা’ শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে তাকে দেখা যায়নি ।

তখন ভারতীয় সংবাদমাধ্যমকে মধুমিতা বলেছেন, ‘এই মুহূর্তে আর মেগা সিরিয়াল করব না। ওয়েব সিরিজে অভিনয় করব। সিনেমায় কাজের ব্যাপারেও আলোচনা হচ্ছে।’ এরপরই ‘পাখি’ আর ‘ইমন’ থেকে বেরিয়ে তিনি পুরোপুরি মধুমিতা হয়ে যান। মাঝে বিবাহবিচ্ছেদ ও আইনি প্রক্রিয়া নিয়ে অনেক কিছু ঘটে গেলেও দর্শকরা চান তিনি আবারও ধারাবাহিকে ফিরবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments