Homeসিরিয়ালনতুন রুপে ফিরে এলো খড়ি, ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নতুন টুইস্ট

নতুন রুপে ফিরে এলো খড়ি, ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নতুন টুইস্ট

অনেক দিন ধরে টিআরপি তালিকায় প্রথম তিনে ছিল ‘গাঁটছড়া’। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকের রেটিং কমে আসছিল। একারণে চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল চ্যানেল কর্তৃপক্ষের। অবশেষে দর্শক ফেরাতে নতুন কৌশল নিয়েছে এই ধারাবাহিকের নির্মাতারা। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে আসতে চলেছে নতুন টুইস্ট। টুইস্ট টাও একদম ধামাকদার। আচমকাই বদলে যাবে খড়ির লুক।

Gaatchora

স্টার জলসার পর্দায় যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, সমস্ত বাধা পেরিয়ে সবেমাত্র মিল হয়েছে খড়ি ও ঋদ্ধিমানের। এরপরই অষ্টধাতুর মূর্তির খোঁজে জঙ্গলে গিয়েছিল ‘খড়ি’ এবং ‘ঋদ্ধিমান’। আর সেখানে গিয়েই পড়ে নতুন বিপদে ।

Gaatchora

অন্ধকার জঙ্গলে আচমকাই তাদের ঘিরে ফেলে অচেনা গুন্ডার দল। তাদের মধ্যে কেউ বলে ওঠে এদের ‘খালাস করে দে’। ঠিক সেই মুহূর্তে দেখা যায় কেউ একজন ঋদ্ধিমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং খড়িকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।

Solanki Roy

এসবের মাঝেই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে, তাতেই ধামাকদার টুইস্টের ইঙ্গিত মিলেছে। প্রোমোতে দেখা গেছে, শাড়ি ছেড়ে একেবারে মডার্ন লুকে ভোলবদল খড়ির। এমনকি অফিসে বসে ঋদ্ধিমানকে টার্গেট করেছে ‘খড়ি’। তাহেল কি স্মৃতি শক্তি হারিয়ে গেল খড়ির? সেটা জানতে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের আগামী পর্বগুলো দেখতে হবে।

এছাড়া অতি শীঘ্রই এই ধারাবাহিকে আরও একটি টুইস্ট আসতে চলেছে। আপনারা অনেকেই হয়তো জানেন, টেলিভিশনের জনপ্রিয় মুখ জেসমিন রায়। তিনি ব্যক্তিগত জীবন থেকে কাজ, সবখানেই আলোচনায় থাকেন। এই অভিনেত্রীই এবার এন্ট্রি নিতে চলেছেন ঋদ্ধি -খড়ির জীবনে। তবে জেসমিনের চরিত্রটি নেগেটিভ না পজিটিভ হবে তা এখনও জানা যায়নি।

২০২১ সালের ২০ ডিসেম্বর শুরু হয় ‘গাঁটছড়া’ ধারাবাহিক। শ্রীঘ্রই এই ধারাবাহিক একবছর পূর্ণ হতে চলেছে। প্রথমা কাদম্বিনীর পর এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় ফিরছিলেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। খড়ির চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে সিংহরায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমানের চরিত্রে রয়েছেন ‘গৌরব চট্টোপাধ্যায়’। মেজ ভাই রাহুলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ছোটভাই কুনালের চরিত্রে রয়েছেন ‘রিয়াজ লস্কর’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments