দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। তামিল সুপারস্টার বিজয় সেতুপতির নতুন ছবি ‘বিদুথালাই’ এর শ্যুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছেন অভিজ্ঞ স্টান্টম্যান এস সুরেশ। সুরেশ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তার মৃত্যুতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সুরেশের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল হয়েছিল ৫৪ বছর।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের ভন্ডালুরের উনামাঞ্চেরি গ্রামে বিজয় সেতুপতির নতুন ছবি ‘বিদুথলাই’ এর সেট নির্মাণ করা হয়েছিল। দৃশ্যটি স্টান্টম্যান সুরেশকে ঘিরে সাজানো হয়েছিল। ছবির দৃশ্য অনুযায়ী স্টান্টম্যান সুরেশকে একটি অস্থায়ী ব্রিজের উপর থাকা ট্রেনের ছাদে ঝাঁপ দিতে হতো। সুরেশ একটি ক্রেনের সাথে দড়িতে বাঁধা ছিলেন। সুরেশ ঝাঁপ দিতেই ছিঁড়ে যায় দড়ি এবং ২০ ফুট নীচে পড়ে যান তিনি।

নিচে পরে মারাত্মকভাবে আহত হলে তাকে দ্রুত চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, সেখানেই তার মৃত্যু হয়। গত শনিবার সকালের এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ৫৪ বছর বয়সী স্টান্টম্যানের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, এই দুর্ঘটনায় আরও এক স্টান্টম্যান আহত হয়েছেন।
বিজয় সেতুপতি জানিয়েছেন, ‘বিদুথলাই’ ছবির অধিকাংশ দৃশ্য তামিলনাড়ুর সত্যমঙ্গলম জঙ্গলে শ্যুটিং করা হয়। এই ছবির প্রথম ভাগের শ্যুটিং হয়ে গেছে। এখন দ্বিতীয় ভাগের শ্যুটিং চলছিল। দ্বিতীয় ভাগের শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। ক্রাইম ও থ্রিলারধর্মী এই ছবিতে বিজয় ও সুরি ছাড়াও প্রকাশ রাজ, গৌতম মেনন, কিশোর, রাজীব মেনন, ভবানী শ্রীসহ আরও অনেকে অভিনয় করছেন।
এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান ২’ ছবির শ্যুটিং সেটে দুর্ঘটনার কবলে পরে তিনজন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় ‘ইন্ডিয়ান ২’ ছবির শ্যুটিং দুই বছর বন্ধ থাকে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়েছিল।