Homeসিরিয়ালটি আর পি তালিকায় শুরুতেই ছক্বা হাঁকালেন নাগকন্যা ‘পঞ্চমী’, দেখে নিন এই...

টি আর পি তালিকায় শুরুতেই ছক্বা হাঁকালেন নাগকন্যা ‘পঞ্চমী’, দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

আজকাল টিআরপি নিয়ে তুমুল প্রতিযোগিতা চলছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র কম টিআরপি পাওয়ার ফলে সেই সিরিয়ালের ভাগ্যে চূড়ান্ত পরিণতি জুটেছে। টিআরপি কারণে অনেক সময় সিরিয়ালের স্লট পিছিয়ে দেওয়া হয়েছে বা পরিবর্তন করা হয়েছে কিংবা চিরদিনের মত বিদায় নিয়েছে পর্দা থেকে। এর আগে আমরা এমন অনেক নিদর্শন পেয়েছি যেখানে মাত্র তিন মাস বা পাঁচ মাস একটা সিরিয়াল চলার পরে বন্ধ করে দেওয়া হয়েছে।

একারণে দর্শকরা প্রতি সপ্তাহেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকে টিআরপি তালিকা দেখার জন্য। তবে অপেক্ষার পালা শেষ! চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। এবারের টিআরপি তালিকায় ছক্বা হাঁকিয়েছে নাগকন্যা ‘পঞ্চমী’। এদিকে জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের বৃহস্পতি আবারও তুঙ্গে। এই নিয়ে পরপর পাঁচবার বেঙ্গল টপার হয়ে দেখালো জ্যাস সান্যাল। এই সপ্তাহে সেরার তালিকায় সবার উপরে রয়েছে এই সিরিয়াল। স্টার জলসার ‘পঞ্চমী’কে হাড্ডাহাড্ডি টেক্কা দিয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। মাত্র দু পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পঞ্চমী’।

তৃতীয় স্থানে স্টার জলসার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দুই মেয়ের মাধ‍্যমে সূর্য দীপার পুনর্মিলনের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এ সপ্তাহেও ৮.০ টিআরপি উঠেছে এই সিরিয়ালের। চার এবং পাঁচ নম্বর স্থান যথারীতি নিজেদের দখলে রেখেছে জি বাংলা। চতুর্থ স্থানে রয়েছে ‘গৌরী এলো’ এবং পঞ্চম স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’ এবং ‘খেলনা বাড়ি’। দুই সিরিয়ালেরই টিআরপি রেটিং ৭.৭।

ষষ্ঠ স্থানে একসঙ্গে রয়েছে ‘গাঁটছড়া’ এবং ‘ধুলোকণা’। ৭.০ পয়েন্ট ও ৬.৫ পয়েন্ট নিয়ে ৭ম ও ৮ম স্থানে রয়েছে স্টার জলসার ‘আলতা ফড়িং’ ও ‘এক্কা দোক্কা’। ‘মিঠাই’ এর টিআরপি রেটিং অবশ‍্য অনেকটাই কমে গিয়েছে। ৬.৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে জায়গা পেয়েছে জি বাংলার এই সিরিয়াল। দশম স্থানে রয়েছে স্টার জলসার ‘সাহেবের চিঠি’ সিরিয়াল। চলুন একনজরে দেখে নেয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা:

১. জগদ্ধাত্রী- ৮.৬ পয়েন্ট (প্রথম স্থান- জি বাংলা)
২. পঞ্চমী- ৮.৪ পয়েন্ট (দ্বিতীয় স্থান- স্টার জলসা)
৩. অনুরাগের ছোঁয়া- ৮.০ পয়েন্ট (তৃতীয় স্থান- স্টার জলসা)
৪. গৌরী এলো- ৭.৮ পয়েন্ট (চতুর্থ স্থান- জি বাংলা)
৫. নিম ফুলের মধু, খেলনা বাড়ি- ৭.৭ পয়েন্ট (পঞ্চম স্থান- জি বাংলা)

৬. গাঁটছড়া, ধুলোকণা- ৭.১ পয়েন্ট (ষষ্ঠ স্থান- স্টার জলসা)
৭. আলতা ফড়িং- ৭.০ পয়েন্ট (সপ্তম স্থান- স্টার জলসা)
৮. এক্কা দোক্কা- ৬.৫ পয়েন্ট (অষ্টম স্থান- স্টার জলসা)
৯. মিঠাই- ৬.৪ পয়েন্ট (নবম স্থান- জি বাংলা)
১০. সাহেবের চিঠি- ৬.৩ পয়েন্ট (দশম স্থান- স্টার জলসা)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments