স্টার জলসা আর জি বাংলার সিরিয়ালের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকদের মনোরঞ্জন করার জন্য প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। এই দুই চ্যানেলে নতুন করে শুরু হচ্ছে একাধিক সিরিয়ালও। দর্শকরা প্রতি সপ্তাহেই টিআরপি তালিকার জন্য অধীর অপেক্ষায় থাকেন। তাদের পছন্দের সিরিয়াল টিআরপিতে কত নম্বরে রয়েছে তা জানার জন্য মুখিয়ে থাকেন।
কয়েকদিন আগেই এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। এই তালিকায় এবারে এগিয়ে রয়েছে জি বাংলার সিরিয়াল। ‘মিঠাই’, ‘ধুলোকণা’ কিংবা ‘গাঁটছড়া’ নয় সকলকে টেক্কা দিয়ে এখন তালিকার শীর্ষে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল । ফল খারাপ করেনি ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘আলতা ফড়িং’ সিরিয়ালও। স্টার জলসা এই দুই সিরিয়াল তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে নিয়েছে।চতুর্থ স্থান দখল করেছে যৌথভাবে ‘ধুলোকণা’, ‘খেলনা বাড়ি’, ও ‘গাঁটছড়া’ সিরিয়াল। পঞ্চমে স্থানে রয়েছে ‘গৌরী এলো’ সিরিয়াল।
এছাড়া তালিকায় ষষ্ঠ থেকে দশম রয়েছে যথাক্রমে ‘নিম ফুলের মধু’, ‘মিঠাই’ ও ‘এক্কা দোক্কা’ , ‘সাহেবের চিঠি’ ও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘মাধবীলতা’ এবং ‘নবাব নন্দিনী’ সিরিয়াল। চলুন একনজরে দেখে নেয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা:
১. জগদ্ধাত্রী- ৮.২ পয়েন্ট (জি বাংলা)
২. অনুরাগের ছোঁয়া- ৭.৭ পয়েন্ট (স্টার জলসা)
৩. আলতা ফড়িং- ৭.৪ পয়েন্ট (স্টার জলসা)
৪. ধুলোকণা- ৭.১ পয়েন্ট (স্টার জলসা)
খেলনা বাড়ি- ৭.১ পয়েন্ট (জি বাংলা)
গাঁটছড়া- ৭.১ পয়েন্ট (স্টার জলসা)
৫. গৌরী এলো- ৬.৯ পয়েন্ট (জি বাংলা)
৬. নিম ফুলের মধু- ৬.৭ পয়েন্ট (জি বাংলা)
৭. মিঠাই- ৬.৬ পয়েন্ট (জি বাংলা)
এক্কা দোক্কা- ৬.৬ পয়েন্ট (স্টার জলসা)
৮. সাহেবের চিঠি- ৬.৪ পয়েন্ট (স্টার জলসা)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ পয়েন্ট (জি বাংলা)
৯. মাধবীলতা- ৬.৩ পয়েন্ট (স্টার জলসা)
১০. নবাব নন্দিনী- ৫.৬ পয়েন্ট (স্টার জলসা)
নতুন শুরু হওয়া সিরিয়াল গুলোর টিআরপি তালিকা আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে। ইতিমধ্যে জি বাংলায় ‘লালকুঠি’ সিরিয়াল শেষ হয়ে তার জায়গায় শুরু হয়েছে ‘সোহাগ জল’। এছাড়া জি বাংলায় আরও দুটি নতুন সিরিয়াল শুরু হবে। স্টার জলসার অবস্থাও মোটামুটি একই রকম। ইতিমধ্যেই ধুলোকণার জায়গায় শুরু হয়েছে ‘পঞ্চমী’ এবং মাধবীলতার জায়গায় ১২ ডিসেম্বর থেকে শুরু হবে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল । অথচ দুটি সিরিয়ালই ভাল টিআরপি দিচ্ছিল। জানা গেছে , দর্শকদের মনোরঞ্জন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।