গতকাল জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। এই ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্ত । স্বস্তিকাকে একজন ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে দেখা গেছে । তাঁর চরিত্রের নাম ‘ঝিলমিল’ ।

এই ধারাবাহিকে ‘ঝিলমিল’ বনগাঁর মেয়ে। কোনও কাজই সে ঠিক ভাবে করে না। সবসময় নিয়ম ভাঙাই যেন তার কাজ। বাবা, মা (সম্ভবত সৎ মা), ভাই, বোনকে নিয়েই ঝিলমিলের জীবন বাঁধা । ঝিলমিল খোলামেলা ও প্রাণচঞ্চল । তার টুনি নামে এক বন্ধু আছে । এই টুনিকে নিয়েই খেলা দেখায় ঝিলমিল।
বাবার চোখের তারা হলেও মায়ের কাছে উঠতে বসতে কথা শোনে সে। এমনকি পুতুল নিয়ে ভেন্ট্রিলোকুইজম করা একদম পছন্দ করেন না ঝিলমিলের রাগী মা।অন্যদিকে আবির রায় অনেকটা চাপা স্বভাবের । কথা কম বলে, কঠিন নিয়মে নিজের জীবনকে বেঁধে রেখেছে সে।
প্রোমোতে দেখা যায়, গঙ্গার ঘাটে প্রাণবন্ত ঝিলমিল বিগড়ে দেয় তাঁর গঙ্গাস্নান। সঙ্গে ফ্রি-তে কয়েকটি উপদেশও দেয়। তবে ঝিলমিল এসব পাত্তা দেয় না, তার কথা, ‘নিয়ম ভাঙায় আসল মজা’। ঝিলমিলকে দেখে নায়কের এক বউমা বলে ওঠে ‘আমাদের বাবার জন্য এমনই একটা মেয়ের দরকার’। আরেক জন পাশ থেকে বলে ওঠে, ‘তবে এই কি হবে আমাদের নতুন শাশুড়ি?
জি বাংলায় ‘তোমার খোলা হাওয়া’র প্রথম পর্ব দেখে অনেকেই মুগ্ধ হলেও নায়কের এতগুলো বউ কেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে, বয়স নিয়েও চলছে জল্পনা। অনেকেই এই ধারাবাহিকের গল্প বোঝার (ঠাউর) চেষ্টা করছেন কিন্তু পেরে উঠছেন না। কেউ কেউ আবার গল্পে টুইস্ট থাকায় দারুন এক্সাইটেড। ‘গুড্ডন তুমসে না হো পায়েগা’র গল্পের সাথে হুবহু মিল আছে এই দাবিও করছে দর্শকদের একাংশ। তবে সব রহস্যের জট খুলতে নজর রাখতে হবে জি বাংলার পর্দায়।
সম্প্রতি স্বস্তিকা কাছে জানতে চাওয়া হয় ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে কিভাবে তৈরি করেছেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘দেড় থেকে দুমাসের মধ্যে নিজেকে তৈরি করেছি । বাংলা টেলিভিশনে এই প্রথম এরকম একটা শিল্প নিয়ে কাজ হচ্ছে । আর সেখানে আমি রয়েছি । এটা তো একটা দারুণ পাওয়া । তার উপরে একটা শিল্প আমি রপ্ত করে ফেললাম । এটাও বেশ ভালো লাগছে’।
‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন খেয়ালি দস্তিদার, দিয়া চক্রবর্তী, রাইমা সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। জি বাংলায় সোম থেকে শুক্র রাত সাড়ে ন’টায় এই ধারাবাহিকটি দেখা যাবে।