Homeসিরিয়ালজি বাংলায় বন্ধ হচ্ছে আরও একটি ধারাবাহিক, ১১ মাসেই শেষ হচ্ছে লক্ষী...

জি বাংলায় বন্ধ হচ্ছে আরও একটি ধারাবাহিক, ১১ মাসেই শেষ হচ্ছে লক্ষী কাকিমা সুপারস্টার, গুঞ্জন নাকি সত্যি?

জি বাংলায় একের পর এক ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। নতুন কোন ধারাবাহিকের প্রোমো আসার অর্থ হল পুরাতন কোন ধারাবাহিকের সমাপ্তি। শুধু টিআরপি নয় বর্তমানে চ্যানেলগুলি বিতর্ক সহ্য করতে নারাজ। ভালো টিআরপি হওয়া সত্ত্বেও বন্ধ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’। কারণ এই ধারাবাহিকের গল্প নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। গুঞ্জন উঠেছে এবার বন্ধ হচ্ছে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।

Lokkhi Kakima Superstar

কিছুদিন আগেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । এই বিতর্কের জেরেই নাকি বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। আগামী সোমবার (১৯ শে ডিসেম্বর) থেকে জি বাংলায় রাত সাড়ে আটটার স্লটে সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’।এই ধারাবাহিকের মাধ্যমে আবারও জুটি বাঁধছেন শ্রুতি দাস ও গৌরব রায় চৌধুরী।

Lokkhi Kakima Superstar

ধারনা করা হয়েছিল ‘রাঙা বউ’ শুরু হওয়ায় বন্ধ হবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ । কারণ লক্ষ্মী কাকিমা সুপারস্টারের টাইম স্লটেই ‘রাঙা বউ’ আসতে চলেছে। তবে জি বাংলার তরফে জানানো হয়েছে,রাত ১০টার স্লটে দেখা যাবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তাহলে কি ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ বন্ধ হচ্ছে না?

Lokkhi Kakima Superstar

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ বন্ধ হওয়ার খবরটি গুঞ্জন নাকি সত্যি? তা জানার জন্য একটি সংবাদ পোর্টাল এই ধারাবাহিকের পরিচালক বিজয় মাঝির সঙ্গে যোগাযোগ করেছিল। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পরিচালক বিজয় মাঝি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘আপতত শুধু টাইম স্লটই বদল করা হয়েছে। ধারাবাহিক বন্ধের ব্যাপারে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তাই আপতত এই খবরের‌ কোনও সারবত্তা নেই’। এখন দেখার বিষয় ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের কপালে সামনে কি ঘটে!

Lokkhi Kakima Superstar

#LokkhiKakimaSuperstar #লক্ষ্মীকাকিমাসুপারস্টার #lokkhikakimasuperstar

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments