Homeসিরিয়ালজি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই...

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই ধারাবাহিকের নায়িকা শ্রুতি

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ছোট পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন শ্রুতি দাস ও গৌরব রায় চৌধুরী। জি বাংলার নতুন ধারাবাহিকের এর মাধ্যমে ফিরতে চলেছে এই জুটি। শ্রীঘ্রই জি বাংলার পর্দায় দেখা যাবে নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’। আগেই ভাইরাল হয়েছিল এই ধারাবাহিকের প্রোমো ভিডিও। এবার সামনে এল ‘রাঙা বউ’ এর সম্প্রচারের তারিখও। আগামী ১৯ শে ডিসেম্বর সোমবার থেকে শনিবার রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হতে চলেছে ‘রাঙা বউ’।

ranga bou

এই ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে, গ্রামের প্রাণচঞ্চল মেয়ে ‘পাখি’ কনে সাজাতে ভালোবাসে। কিন্তু তার বিয়ে না হওয়ার কারণে লোকের কাছে কটু কথা শুনতে হয়। পাড়ার মহিলারা তাকে বলেন সেজেগুজে থাকতে। তাতে যদি কোনো ছেলে তাকে পছন্দ করে। কিন্তু পাখির সাধ, সে তার বিয়ের দিন সুন্দর করে সাজবে। কিন্তু তার বিয়ে হয় অত্যন্ত অনভিপ্রেত ভাবে।

বিয়ের দিন নৌকায় বসে শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার সাথে ভালো ব্যবহার করে তার স্বামী। কিন্তু হঠাৎই দূর্ঘটনার সম্মুখীন হলেও রক্ষা পায় নৌকাটি। পাখি তার স্বামীকে বাঁচান। কিন্তু এরপরেই সে আর চিনতে পারে না পাখিকে। পাখির সাথে তার বিয়ে হয়েছে, মনে করতে পারে না সে। পাখি তার আগামী জীবন নিয়ে শঙ্কিত হলেও মুখে কিছু প্রকাশ করতে পারে না। এর পরের গল্প এখনো জানা যায়নি।

ranga bou

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো ধারাবাহিকের গল্পেও আসছে নতুন নতুন টুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে । সে তালিকায় যোগ হল ‘রাঙা বউ’ এর নাম। এর আগেও একটি ধারাবাহিকে শ্রুতি দাস ও গৌরব রায় চৌধুরী জুটি হয়ে অভিনয় করেছিলেন। আবারও ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্রুতি দাসের কাছে সাংবাদিক জানতে চান, এই ফ্লোরেই নয়ন সেজে হাতেখড়ি হয়েছিল। আবারও একই ফ্লোরে ফিরলেন। যাত্রাটা কেমন?

জবাবে ‘রাঙা বউ’ ধারাবাহিকের নায়িকা শ্রুতি বলেন, “এখন ফিরে তাকালে মনে হয়, চোখ-কান-নাক কম খোলা ছিল। তখনই বেশ ছিলাম। এখন সব কিছু খুলে গিয়েছে, তাই চিত্রগুলো পরিষ্কার। সমাজমাধ্যমে এত মানুষের কথা, ফ্যানপেজ এগুলো ছিল না, কাজটা নিয়েই শুধু ভাবতাম। তার পর সম্পর্কে জড়িয়েছি। বুঝতে পারিনি, এই ইন্ডাস্ট্রিতে সম্পর্কে জড়ালে কটূক্তি শুনতে হয়। এগুলো যে দিন থেকে বুঝতে শিখলাম, তখন থেকে অনেক কিছু ভাবায়। তবে এখন আর কিছুই ভাবছি না কাজ ছাড়া।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments