Homeওয়েব সিরিজছেলেকে মফস্বলের ছোট স্কুলে পড়ান অরিজিৎ সিং, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে...

ছেলেকে মফস্বলের ছোট স্কুলে পড়ান অরিজিৎ সিং, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেই করবেন স্কুল, দরকার ১০০ কোটি টাকা

Arijit Singh

অরিজিৎ সিং তার সুরেলা কণ্ঠ দিয়ে জয় করেছে শ্রোতাদের হৃদয়। ২০০৫ সালে টেলিভিশন রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে তাঁর উত্থান হয়। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অরিজিৎ সিংয়ের কণ্ঠের মাদকতায় বুঁদ হয়ে রয়েছে গোটা দেশ। শ্রোতাদের ভালোবাসায় তিনি দিন দিন এগিয়ে যাচ্ছেন। শুধু গায়ক হিসেবেই নয়, একজন অসাধারণ মানুষ হিসেবেও অরিজিৎ সিং সবার কাছে পরিচিত। তার সাদামাটা লাইফস্টাইল সবারই পছন্দ।

অরিজিৎ সিংয়ের গ্ৰামের বাড়ী মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। যদিও বলিউডে কাজের সূত্রে তাঁকে বেশিরভাগ সময় থাকতে হয় মুম্বইয়ের আন্ধেরিতে। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা মুম্বইয়ের বিলাসবহুল আবাসনে থাকেনই না। বরং তাঁরা বেশির ভাগ সময় থাকেন জিয়াগঞ্জের গ্ৰামের বাড়িতেই। তাই অরিজিৎ সিং তার ছেলে জুলকে ভর্তি করেছেন মুর্শিদাবাদের একটি ছোট স্কুলে। স্কুল এর নাম ‘মাউন্ট লিটেরা জি স্কুল’।

কয়েকমাস আগে বলিউড সঙ্গীত বাদশা অরিজিৎ সিংয়ের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, অতি সাধারণ বেশে একটি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন অরিজিৎ। গায়কের আশপাশে আরও কয়েকজন অভিভাবককে দাঁড়িয়ে থাকতে দেখা দেয়। মূলত জিয়াগঞ্জের স্কুল থেকে ছেলেকে আনতেই সেখানে গিয়েছিলেন তিনি। এই কাণ্ড দেখে অনেকেই অরিজিতের প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, আজও অরিজিতের গায়ে মাটির গন্ধ লেগে রয়েছে। আর সেটিই তাঁর সাফল্যের রহস্য।

জিয়াগঞ্জে সাধারণ মানুষের স্বার্থে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন অরিজিৎ সিং এই খবর অনেকের জানা। এবার বেরলো একটি নতুন খবর।সম্প্রতি মুম্বইয়ের একটি কনসার্টে অরিজিৎ জানান, সাধারণ মানুষের জন্য একটি স্কুল তৈরি করার লক্ষ‍্য রয়েছে তাঁর। স্কুল তৈরি করার জন‍্য দরকার পড়বে ১০০ কোটি টাকা। লক্ষ‍্যপূরণের জন‍্য তিনি শ্রোতা ও ভক্তদের কাছে আশীর্বাদ চেয়েছেন। তিনি আর্জি জানিয়েছেন, ‘অর্থ দিয়ে নয় বরং ভালবেসে তাঁর পাশে থাকতে।’

অরিজিৎ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থাও খুলেছেন। জানা গেছে, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েই এইসব উদ্যোগ গ্ৰহন করেছে তিনি। মুম্বই কনসার্টে অরিজিৎ সিং নিজেই বলেছেন, ‘আমি বরাবরই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments