Homeসিরিয়ালচাকরি ছাড়লেন নন্দিনী, ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে নতুন মোড়, দেখার জন্য তর সইছে...

চাকরি ছাড়লেন নন্দিনী, ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে নতুন মোড়, দেখার জন্য তর সইছে না ভক্তকুলের

সন্ধ্যে হতে না হতেই বাড়ির মা বোনেরা সিরিয়াল দেখার জন্য টিভির সামনে বসে পড়েন। বাংলা সিরিয়ালে শুরু হয়েছে নতুন ট্রেন্ড (trend)। টিভি পর্দায় আসছে একের পর এক টুইস্টে ভরপুর নতুন ধারাবাহিক। চ্যানেল কর্তৃপক্ষ কোন বিতর্ক তৈরি হলেই পুরোনো সিরিয়াল বন্ধ করে নতুন সিরিয়াল নিয়ে আসছে। আবার পুরোনো সিরিয়াল গুলোতেও দেখা যাচ্ছে পরিবর্তন। একারণে বাংলা সিরিয়ালের প্রতি দর্শক চাহিদাও ক্রমশ বাড়ছে।

স্টার জলসায় সন্ধ্যা ৬ টার স্লটে দেখানো হয় ‘নবাব নন্দিনী’ সিরিয়াল। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ‘রিজওয়ান শেখ’ ও ‘ইন্দ্রানী পাল’।যারা এই সিরিয়াল নিয়মিত দর্শক তারা জানেন, টক – ঝাল – মিষ্টি সম্পর্ক ছিল তাঁদের। প্রতিটা মুহূর্তেই ঝামেলা লেগে থাকত। এই ধারাবাহিকের গল্পের শুরুটা অনেকটা এমনই হয়েছিল। তবে কাকতালীয় ভাবে বিয়েটা হয়ে যায় নবাব এবং নন্দিনীর। কিছু দিন আগে এই ধারাবাহিকে দেখানো হয়েছিল, নবাব এবং নন্দিনীর দুষ্টু মিষ্টি রসায়ন নতুন মাত্রা পেয়েছে। বোঝা গিয়েছিল, নন্দিনীর প্রতি নবাবের মন বেশ ভালোই ভিজেছে।

এবার স্টার জলসার এই ধারাবাহিকে দেখা গেল নতুন মোড়। ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে শুরু হয়েছে হাই ভোল্টেজ ড্রামা। কারণ ভিলেনের ভূমিকায় অভিনেতা রাহুল দেব বসুকে আবারও দেখা যাবে নবাব নন্দিনীতে। গল্পের একদম শুরুতে দু-একটি এপিসোডে দেখা মিলেছিল অর্ণবের। তবে নবাব-নন্দিনীর জীবনে নতুন ঝড় তুলতেই ফিরছে অর্ণব। ওয়েব সিরিজ কিংবা সিরিয়াল সর্বত্রই সাফল্যের সঙ্গে কাজ করছেন রাহুল দেব।

অর্ণবের চরিত্র নিয়ে এই অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গল্পে নতুন ভাবে অর্ণবের চরিত্র ফিরছে। ক্যামিওতে যেভাবে তুলে ধরা হয়েছিল অর্ণবকে, এখানে একদম আলাদা। নির্মাতারা যখন আমাকে স্টোরিলাইনটা সম্পর্কে জানায়, আমি তো দারুণ উত্তেজিত হয়ে পড়ি। তাই আর টেলিভিশনের পর্দায় না ফিরে থাকতে পারলাম না’।

‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের নতুন প্রোমোতেও দেখা গেছে টুইস্টের ঝলক। স্টার জলসার তরফে প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, রাগ করে চাকরি ছেড়ে দিয়েছেন নন্দিনী। রিজাইন্ট পেপারে সই করে নন্দিনী বসকে সাফ জানিয়ে দেয়, চাকরি ছাড়া তার একান্ত ব্যক্তিগত বিষয়, তাকে কেউ জোর করে চাকরি করাতে পারবে না। এরপরই নন্দিনীকে অফিস থেকে বেরিয়ে নবাবের সাথে কথা বলতে দেখা যায়। কথা শেষে নবাব নন্দিনীকে হেলমেট পড়িয়ে বাইকে উঠায়। এরপরে কি ঘটতে চলেছে তা এখনো জানা যায়নি। এজন্য নজর রাখতে হবে স্টার জলসার পর্দায়। তবে নেক্সড এপিসোড (Next Episode) দেখার জন্য তর সইছে না ভক্তকুলের।

#nababnandini #nababnandini #nabab_nandini_ajker_porbo #NababNandini #নবাবনন্দিনী #nababnandini_serial_promoNabab
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments