
এগারো দিন হয়ে গেলো প্রয়াত হয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তবুও যেন কমছে না শোকের ছায়া । শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন প্রয়াত ঐন্দ্রিলার মা, বাবা, দিদি ও প্রেমিক সব্যসাচী চৌধুরী। সম্প্রতি TV9 বাংলার এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলার বাবা-মা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ ঐন্দ্রিলা-সব্যসাচীর বিয়ের পরিকল্পনা করেছিলেন।

হঠাৎ ঐন্দ্রিলা প্রয়াত হওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার বাবা-মা। TV9 বাংলার সাথে কথা বলার সময় ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মার গলা কেঁপে কেঁপে উঠছিল। ঐন্দ্রিলা যে এভাবে চলে যাবে তা ভাবেননি কেউ৷ কয়েকদিন আগে ঐন্দ্রিলার মা শিখা শর্মা ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘আমার সব্যর ঐন্দ্রিলা৷’ ঐন্দ্রিলার মৃত্যুর এতদিন হয়ে গেলেও তার পরিবার ও প্রেমিক সব্যসাচী চৌধুরী কেউই এক মুহূর্ত জন্য এই মিষ্টি মেয়েকে ভোলেননি ৷
ঐন্দ্রিলার মৃত্যুর পরই ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মুছে ফেললেন এই অভিনেতা। ক্রমশ সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন সব্যসাচী চৌধুরী, সবসময় মন খারাপ করে থাকছেন। ঐন্দ্রিলার প্রতি সব্যসাচীর এই নিবেদন নাড়া দিয়েছে নেটিজেনদের। অনেকেই বলছেন কতটা ভালো হলে সব্যসাচী হওয়া যায়!

এদিকে ঐন্দ্রিলার মৃত্যুর পর তার ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রয়াত ঐন্দ্রিলার ফেসবুক অ্যাকাউন্টটি কি করা হবে তা ভেবে ঘুম নষ্ট করছেন নেটিজেনরা। ঐন্দ্রিলার ফেসবুক পেজে ৭ লক্ষ ২৮ হাজার ফলোয়ার রয়েছে । তার পরিবারের পক্ষ থেকে কেউ এখনও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে মুখ খোলেননি।
দুইবার ক্যানসারকে হার মানা ঐন্দ্রিলা গত ১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ২০ দিন জোর লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মানেন এই জনপ্রিয় অভিনেত্রী। ঐন্দ্রিলার মৃত্যুর পর তাকে একনজর দেখার জন্য হাসপাতালে হাজার হাজার মানুষ ভীড় করেন।