কলকাতার তুমুল জনপ্রিয় নায়ক জিতের নায়িকা হয়ে আবারও ভক্তদের সামনে আসছেন বাংলাদেশের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ‘বিদ্যা সিনহা মিম’। তাদেরকে ‘মানুষ’ নামে একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমার গল্পও লিখেছেন তিনি।

এর আগে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’, ‘ট্রল’, ‘অমানুষ’ নির্মাণ করে ছোট পর্দা ও ওটিটিতে দর্শকদের অগণিত ভালোবাসা পেয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন এই গুনী পরিচালক।

গত ৩০ নভেম্বর জিতের জন্মদিনে ফেসবুক পেজে ‘মানুষ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। মিম শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়।

মানুষ সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম ‘মন্দিরা’। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকরা।’

একপর্যায়ে জিতের প্রশংসায় পঞ্চমুখ হয় বাংলাদেশের এই অভিনেত্রী। জিতের সঙ্গে কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তাঁর ভালো কাজের প্রশংসা করি, তেমনি জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন।’

মিম আরও বলেন, ‘পরাণ ছবির ট্রেলার দেখে জিৎ দা আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের মধ্যে শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’
সম্প্রতি এই নায়িকার দুটি ছবি ‘পরান’ ও ‘দামাল’ বাংলাদেশে সুপারহিট হয়। ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন বাংলাদেশের এই অভিনেত্রী। এর আগে মিম কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ নামের একটি সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন। জিৎ ও মিম ছাড়াও ‘মানুষ’ সিনেমায় আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু, কমল,প্রমুখ। সুপারস্টার জিতের কাছে দ্রুত এই ছবির কাজ শেষ করার দাবি জানিয়েছে ভক্তরা।