অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ এর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। সোমবার আয়কর দফতরের কর্মকর্তারা প্রযোজনা সংস্থার কার্যালয়ে হানা দিয়েছে। মুম্বইয়ের প্রথম সারির প্রযোজনা সংস্থা মিথরি মুভি মেকার্স (এম এম এম)-এর বিরুদ্ধে কর ফাঁকির এই অভিযোগ এনেছে আয়কর দফতর।

অনেক দিন ধরেই ‘পুষ্পা’ সিরিজের সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছিল। কবে শুট শুরু হবে, কোথায়ই বা শুট হবে, সেসব নিয়ে চর্চা কৌতূহলের অন্ত ছিল না দর্শক মহলে। অবশেষে গত ১২ ডিসেম্বর থেকে শুট শুরু হয় বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা: দ্য রুল’ এর। আর শুরু হতে না হতেই বড়সড় ঝামেলায় ফাঁসল এই ছবির নির্মাতারা।
জানা গেছে, অল্লু অর্জুনের এই ছবি থেকে যে পরিমাণ আয় হয়েছিল সেই অনুযায়ী কর দেয়নি এই ছবির প্রযোজনা সংস্থা। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

কিন্তু সঠিক পরিমাণ আয়কর না দেওয়ার অভিযোগ উঠেছে ছবি নির্মাতাদের বিরুদ্ধে। তাই শুটিং শুরুর প্রথম দিনেই মিথরি মুভি মেকার্স এর সেটে হানা দেন আয়কর দফতরের কর্মকর্তারা। সেখানে সব নথিপত্র খুঁটিয়ে দেখে তারা। তবে বিষয়টা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অল্লু।
চলতি বছরের জুন মাসেই ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং শুরুর কথা ছিল, যদিও তা হয়নি। অজ্ঞাত কারণে আচমকাই শুটিং পিছিয়ে দেন এই ছবির পরিচালক সুকুমার। একপর্যায়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল দেশ-বিদেশের জনতা। তখন পরিচালক জানান, নায়ক আল্লু অন্য কাজে ব্যস্ত থাকায় শুটিং শুরু করতে দেরি হচ্ছে। সদ্য রাশিয়া থেকে ফিরে শুটিং-এ যোগ দিয়েছিলেন অভিনেতা অল্লু অর্জুন।
এর আগে নয়া দিল্লির একটি অনুষ্ঠানে এসে আল্লু সংবাদমাধ্যমকে জানান, খুব শীঘ্রই ‘পুষ্পা ২’ এর শুটিং শুরু হতে চলেছে। এমনকী সিনেমাটি রিলিজ হওয়া নিয়েও মন্তব্য করেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা। তাঁর কথায়, ‘আমরা শুটিং শুরু করে দেব এবার। আশা করছি, পরের বছর এই ছবিটি রিলিজ করবে।’
২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’।পুষ্পা: দ্য রাইজ ছবিতে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফজিল, সুনীল, অনসূয়া ভরদ্বাজ, জগদীশ প্রতাপ বন্দরী, রাও রমেশ, ধনঞ্জয়, অজয় ঘোষ, পাবনি করণম, প্রজ্বল দেবরাজ, শত্রু, পাবনি করণম , মাইম গোপী, ব্রহ্মাজী সহ আরও অনেকে অভিনয় করেছেন।