এই মুহূর্তে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। অবশ্য এই ধারাবাহিক শুরু হওয়ার খুব বেশি দিন হয়নি। ইতিমধ্যেই ‘জগদ্ধাত্রী’ তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখে চলছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখলে রাখা তারই প্রমাণ দেয়।
তবে শুধু শীর্ষস্থান দখল করাই একটি ধারাবাহিকের জনপ্রিয়তার মাপকাঠি নয়। এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই রয়েছে দারুন উত্তেজনা। জগদ্ধাত্রীর একটি পর্ব দেখলেই পরের দিনের পর্বের জন্য উত্তেজনা আরো বেড়ে যায় দর্শকদের। আগের দিন দেখেও পরের দিন ঠিক কি হতে চলেছে এই তা কেউই বলতে পারেনা। আর যার জন্য দর্শকরা এই ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে থাকে, ফলে টিআরপি রেটিংয়ে এগিয়ে থাকে এই ধারাবাহিক।
জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই জানেন যে, এই মুহূর্তে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী দোষীদের শাস্তি দেওয়ার সাথে সাথে তার স্বামী স্বয়ম্ভুর পিতৃপরিচয় ফিরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। স্বয়ম্ভুর বাবা যাতে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেয় তাই নিয়ে এগিয়ে চলছে এই ধারাবাহিকের গল্প।
এমনকি তারা যে নকল বিয়েটা করেছিল সেই বিয়েটা সকলের সামনে করে প্রমাণ করে দিয়েছে যে, সেই স্বয়ম্ভুর স্ত্রী। এখন কৌশিকী মুখার্জীও তাকে আর মিথ্যাবাদী বলতে পারছে না। এরই মধ্যে আজকের পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর বিদায়ের আগেই একটি কাগজ জগদ্ধাত্রী উৎসবের মায়ের হাতে দেবে। যা দেখে স্বয়ম্ভুর বাবা বলবে, জগদ্ধাত্রী প্রমাণপত্র দিচ্ছে যে সেই স্বয়ম্ভুর বাবা।
এই কথা স্বয়ম্ভুর বাবার মুখে শুনে বাড়িতে উপস্থিত থাকা সকলে এমনকি কৌশিকী মুখার্জিও অবাক হয়ে যাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি প্রত্যেকেই জানতে পারবে যে, স্বয়ম্ভুর আসল পিতৃ পরিচয়। সে যে এই মুখার্জি বাড়ির ছেলে এবং জগদ্ধাত্রীও মুখার্জি বাড়ির বউ, সেটা। হয়তো জেনে যাবে সকলে। তবে পরবর্তীতে কি হতে চলেছে তা এখনো জানা সম্ভব যায়নি। কিন্তু এটুকু স্পষ্ট যে পরবর্তী পর্বগুলোতে থাকবে টানটান উত্তেজনা।