Homeখবরঅনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের পর্ব ফাঁস! বহু বছর পর মেয়ে রুপার সঙ্গেই প্রথম...

অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর্ব ফাঁস! বহু বছর পর মেয়ে রুপার সঙ্গেই প্রথম দেখা সূর্যের, প্রথম দেখাতেই তর্ক শুরু রুপার

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের গল্পে এরই মধ্যে ঘটে গিয়েছে অনেকগুলি পরিবর্তন। জন্ম নিয়েছে সূর্য-দীপার দুই যমজ মেয়ে ‘সোনা’ এবং ‘রূপা’। বেশ কয়েক বছরের লিপ নিয়েছে এই ধারাবাহিক।

anurager chowa

দীপা নিজের মতো করে মানুষ করছে তাদের এক সন্তান রুপা’কে, অন্যদিকে পরম আদর যত্নে সূর্যের কাছে মানুষ হচ্ছে আরেক সন্তান ‘সোনা’। তবে দর্শক অধীর আগ্রহে অপেক্ষার করে আছে সেই দিনটার যেদিন দীপা-সূর্যের মিল হবে।

দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলেও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, সোনার জন্মদিনে এলাহী আয়োজন করা হয়েছে সেনগুপ্ত পরিবারে। এদিকে রূপার জন্য সাধ্যমত আয়োজন করেছে তবলা এবং তার পরিবার। আর এর মাঝেই দীপা জানায় , সে রূপাকে কোথাও খুঁজে পাচ্ছেনা।

anurager chowa

এদিকে রূপা চলে গেছে গ্রামের এক চাষীর ক্ষেতে। সেখানে একজনকে রীতিমত হুমকি দিচ্ছে সে। পুচকের দাবি তাকে ফুলকপি না দিলে পরদিন মাঠের একটা ফুলপিও আস্ত থাকবেনা। অর্থাৎ এটা খুবই স্পষ্ট যে রূপা হচ্ছে একেবারে দানপিটে দস্যি মেয়ে।

এই ধারাবাহিকের ফাঁস হওয়া একটি পর্বে দেখা গেল, মামার সঙ্গে স্কুলে যাওয়ার পথে মাঝরাস্তায় দাঁড়িয়ে রয়েছে ছোট রুপা। আর সেই পথ দিয়েই গাড়ি করে যাচ্ছে সূর্য। আচমকাই সূর্যের সঙ্গে দেখা হবে তাঁর মেয়ে রুপার।

প্রথম দেখাতেই মজার ছলেই মেয়ে-বাবার মধ্যে তর্ক শুরু হবে। বাবার এক কথায় ভুল ধরে রুপা বলবে, ‘এটা তো পঁচা কথা’। দানপিটে রুপার এমনই সব কান্ড কারখানা সামনে অপেক্ষা করছে।

সপ্তাহে পাঁচ দিন সম্প্রচারিত হয় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। গত সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। গত কয়েক মাস ধরে এই ধারাবাহিকে যে ট্র্যাকে গল্প চলছে তাতে দর্শকরা নজর সরাতেই পারছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Most Popular

Recent Comments